TRENDING:

Republic Day Parade : প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাড়বে মহিলার সংখ্যা! সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক

Last Updated:

সম্প্রতি প্রতিরক্ষা দফতরের তরফে একটি মেমোরান্ডামে জানানো হয়েছে, ২০২৪ সালে রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেওয়া্র ক্ষেত্রে মহিলাদের সংখ্যা বাডা়নোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : পরের বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দিল্লির রাজপথে মার্চপাস্ট থেকে ট্যাবলো সব কিছুতেই অংশ নেবেন মহিলারা। রাজধানীর কর্তব্যপথে মহিলাদের এই অংশগ্রহণ-এর ব্যাপারে ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement

সম্প্রতি প্রতিরক্ষা দফতরের তরফে একটি মেমোরান্ডামে জানানো হয়েছে,  ২০২৪ সালে রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের ব্যাপারে ওই  বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যারেডে অংশ নেওয়া্র ক্ষেত্রে মহিলাদের যে সংখ্যা বাডা়নোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত মার্চ মাসে নৌ, বায়ু ও সেনা বিভাগকে পাঠানো ওই মেমোরান্ডামে জানানো হয়েছে। অবশ্য এই উদ্যোগ গত বছর থেকেই শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন:   Arvind Kejriwal: এক পয়সার দুর্নীতিতেও জড়িত থাকলে ফাঁসিতে ঝোলান, কেন্দ্রকে চ্যালেঞ্জ কেজরির

২০২৩ সালে ৭৪তম প্রজাতন্ত্র দিবসে প্রজাতন্ত্র দিবসের রাজপথে ফি বছর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে চলন্ত মোটরবাইকে সেনার কলাকৌশল। গতবার মোটরবাইকে ওই কলাকৌশল দেখানোর দায়িত্ব পেয়েছিলেন সিগন্যাল কোরের অফিসার লেফটেন্যান্ট ডিম্পল।

নয়া সেনায় মহিলাদের যোগদান যত বেড়েছে ততই তাঁদের উজ্জ্বল উপস্থিতি দেখা গিয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। ২০১৯ সালে প্রজাতন্ত্র দিবসে ভারতীয় সেনার পুরুষবাহিনীকে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট ভাবনা কস্তুরি। প্রথম মহিলা অফিসার হিসাবে সেই সম্মানের অধিকারী হন তিনি।

advertisement

আরও পড়ুন: রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে চিন, পাকিস্তানের বিদেশমন্ত্রী

তার পরের বছর সেনা দিবসের প্যারেডে প্রথম বার কোনও মহিলা হিসাবে প্যারেডের নেতৃত্ব দেন কোরস অব সিগন্যালের ক্যাপ্টেন তানিয়া শেরগিল। আর ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসে নজর কেড়েছিলেন মহিলা বিমানচালক শিবাঙ্গি সিংহ। যিনি এ দেশের প্রথম মহিলা চালক হিসাবে রাফাল যুদ্ধবিমান চালানোর কৃতিত্ব অর্জন করেছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নারী ক্ষমতায়নের লক্ষ্যে ২০২৪ সালের প্যারেডেও মহিলাদের উপস্থিতি আরও বাড়ানো হচ্ছে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিরক্ষা দফতরের তরফে।

বাংলা খবর/ খবর/দেশ/
Republic Day Parade : প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাড়বে মহিলার সংখ্যা! সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল