লালকেল্লার সামনে বর্ণাঢ্য কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু ৷ এবারে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত UAE যুবরাজ মহম্মদ বিন জায়েদ ৷ এইপ্রথম কুচকাওয়াজে অংশ নেবেন এনএসজি কমান্ডোরা ৷ কুচকাওয়াজে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করবে ভারত ৷ ৬৮তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকছে যুদ্ধবিমান তেজস ৷ মহড়া করবে সুখোই ও জাগুয়ার ৷ কুচকাওয়াজে অংশ নেবে টি-নাইন্টি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি ও ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ৷ কুচকাওয়াজে অংশ নিয়েছে UAE-এর সেনারাও ৷
advertisement
এছাড়াও থাকবে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ট্যাবলো ৷ মোট ২৩ টি ট্যাবলো অংশ নেবে এবারের কুচকাওয়াজে ৷ বাঙালীদের সেরা উৎসব দুর্গাপুজোর সংস্কৃতিকে এবার ট্যাবলোয় তুলে ধরা হবে ৷ ঢাকির ঢাকের শব্দে ধুনুচি নাচ থেকে মণিপুরি ডান্স, উৎসবের প্রতিটি আঙ্গিকই তুলে ধরা হবে এই ট্যাবলোতে ৷ পশ্চিমবঙ্গ ছাড়াও বাকি যে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি অংশ নেবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে তা হল, ওড়িশা, দিল্লি, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, গুজরাত, লাক্ষাদ্বীপ, কর্ণাটক, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর এবং অসম ৷