এবছরের অনুষ্ঠানে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে বিশাল দর্শক সমাগম করা হয়নি। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মাত্র ২০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। বাইরের কোন দর্শকের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। এদিনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখর সেনাবাহিনী, কলকাতা পুলিশের অভিবাদন গ্রহণ করেন।৩০ মিনিটের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল কে সৌজন্য সাক্ষাত করতেও এদিন দেখা যায়। রীতি মেনে প্রজাতন্ত্র দিবসের দিনে বিকেল বেলায় রাজভবনে চা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রণ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী জানান, তিনি রাজভবনে চা-চক্রে অবশ্যই যাবেন।
advertisement
Somraj Bandopadhyay
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2021 5:01 PM IST