TRENDING:

Republic Day 2022: লাদাখ থেকে অরুণাচল ১২হাজার থেকে ১৭ হাজার ফুট, -৪৫ ডিগ্রিতে জাতীয় পতাকা উত্তোলন

Last Updated:

Republic Day 2022: জাতীয় পতাকা উত্তোলন করে দেশকে শ্রদ্ধা ও সম্মান জানালেন আইটিবিপি-র জওয়ানরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লাদাখ  (Ladakh) থেকে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) সীমান্ত এলাকা, যেখানের উচ্চতা প্রায় ১২ হাজার থেকে ১৭ হাজার ফুট, তাপমাত্রা সেখানে ০ থেকে মাইনাস ৪৫ ডিগ্রিতে থাকে, কিন্তু এই সব ভয়ানক পরিস্থিতিকে তুচ্ছ করে প্রজাতন্ত্র দিবসের দিন (Republic Day 2022)  জাতীয় পতাকা উত্তোলন করে দেশকে শ্রদ্ধা ও সম্মান জানালেন আইটিবিপি-র জওয়ানরা৷ দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা ভারত-তিব্বত সীমা পুলিশ সগর্বে দেশের তিরঙ্গা উত্তোলন করেন৷ ১২ হাজার ফুট থেকে ১৭,৫০০ ফুট উচ্চতায় লাদাখ, হিমাচল প্রদেশ , উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন৷ যেখানে সেই সময় তাপমাত্রা ছিল মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস৷
republic day 2022: temperature 0 to  minus 45 degree celsius itbp hoisted national flag everywhere
republic day 2022: temperature 0 to minus 45 degree celsius itbp hoisted national flag everywhere
advertisement

ভারত-তিব্বত সীমা পুলিশ  (ITBP)  জওয়ানরা উত্তরাখণ্ডের মানা ঘাঁটিতে (ভারতের শেষ গ্রাম বলা হয়) ১১,০০০ ফুটের উচ্চতায় শূন্য তাপমাত্রা গণতন্ত্র দিবস পালন করা হয়েছে৷

republic day 2022: temperature 0 to minus 45 degree celsius itbp hoisted national flag everywhere

advertisement

আসলে ১৯৬২ সালে স্থাপিত আইটিবিপি  (ITBP) ভারত-চিন সীমান্তে ৩৪৮৮ কিলোমিটার সুরক্ষার জন্য পার্বত্য এলাকা পাশাপাশি চরম আবহাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করে সীমান্ত রক্ষার কাজ করতে থাকে৷ আইটিবিপি  (ITBP) -র বাহাদুর জওয়ানরা হিমালয় ক্ষেত্রে নজরদারি রাখেন ২৪ ঘণ্টা৷

আইটিবিপি এক প্রশিক্ষিত দল তাঁদের সমস্ত কর্মীরা পেশাদারভাবে পর্বতারোহী, রাষ্ট্রের উচ্চতম সীমাতে সুরক্ষা দিতে মহত্বপূর্ণ দায়িত্ব পালন করে৷ তাঁদের হিমালয়ের প্রহরীও বলা হয়৷

advertisement

আরও পড়ুন - Oracle Speaks: ওরাকল স্পিকস ২৬ জানুয়ারি; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রাষ্ট্রের জন্য  সদা জাগ্রত এই সুরক্ষাদল কিছুদিন আগেই ৫৯ বছর পুরো করেছে৷ আইটিবিপি গত কয়েক বছরে হিমালয় ক্ষেত্রে ফার্স্ট রেসপন্ডার্স হিসেবে শতাধিক সুরক্ষা অভিযান করেছে৷ স্থানীয় মানুষদের বিপদেও তাঁরা নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Republic Day 2022: লাদাখ থেকে অরুণাচল ১২হাজার থেকে ১৭ হাজার ফুট, -৪৫ ডিগ্রিতে জাতীয় পতাকা উত্তোলন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল