ভারত-তিব্বত সীমা পুলিশ (ITBP) জওয়ানরা উত্তরাখণ্ডের মানা ঘাঁটিতে (ভারতের শেষ গ্রাম বলা হয়) ১১,০০০ ফুটের উচ্চতায় শূন্য তাপমাত্রা গণতন্ত্র দিবস পালন করা হয়েছে৷
advertisement
আসলে ১৯৬২ সালে স্থাপিত আইটিবিপি (ITBP) ভারত-চিন সীমান্তে ৩৪৮৮ কিলোমিটার সুরক্ষার জন্য পার্বত্য এলাকা পাশাপাশি চরম আবহাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করে সীমান্ত রক্ষার কাজ করতে থাকে৷ আইটিবিপি (ITBP) -র বাহাদুর জওয়ানরা হিমালয় ক্ষেত্রে নজরদারি রাখেন ২৪ ঘণ্টা৷
আইটিবিপি এক প্রশিক্ষিত দল তাঁদের সমস্ত কর্মীরা পেশাদারভাবে পর্বতারোহী, রাষ্ট্রের উচ্চতম সীমাতে সুরক্ষা দিতে মহত্বপূর্ণ দায়িত্ব পালন করে৷ তাঁদের হিমালয়ের প্রহরীও বলা হয়৷
আরও পড়ুন - Oracle Speaks: ওরাকল স্পিকস ২৬ জানুয়ারি; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
রাষ্ট্রের জন্য সদা জাগ্রত এই সুরক্ষাদল কিছুদিন আগেই ৫৯ বছর পুরো করেছে৷ আইটিবিপি গত কয়েক বছরে হিমালয় ক্ষেত্রে ফার্স্ট রেসপন্ডার্স হিসেবে শতাধিক সুরক্ষা অভিযান করেছে৷ স্থানীয় মানুষদের বিপদেও তাঁরা নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷