TRENDING:

Citizenship Amendment Bill: ভারতবর্ষকে দয়া করে জুরাসিক দেশ বানাবেন না, CAB বিতর্কে তীব্র আক্রমণ সিব্বলের

Last Updated:

CAB নিয়ে বলতে উঠে কড়া ভাষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মোদি সরকারকে তীব্র আক্রমণ সিব্বলের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাজ্যসভায় নাগরিকত্ব-লড়াই ৷ নাগরিকত্ব সংশোধনী বিল এনে দেশের ভবিষ্যত দয়া করে নষ্ট করবেন না ৷ নাগরিকত্বের ভিত্তি কখনই ধর্ম হতে পারে না ৷ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল বিতর্কে বলতে উঠে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ কংগ্রেস সাংসদ কপিল সিব্বলের ৷
advertisement

লোকসভায় পাশের পর রাজ্যসভায় পেশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল ৷ বিল নিয়ে আলোচনার জন্য সময় নির্ধারিত মাত্র ৬ ঘণ্টা ৷ CAB নিয়ে বলতে উঠে কড়া ভাষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মোদি সরকারকে তীব্র আক্রমণ সিব্বলের ৷ বলেন, ‘ইতিহাসের ভিতকে বদলে দেবেন না ৷ টু নেশনস থিয়োরি কংগ্রেসের নয়, বীর সাভারকরের ছিল ৷ আমি জানি না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোন ইতিহাস বই পড়তেন ৷’

advertisement

নাগরিকত্ব বিল নিয়ে কপিল সিব্বলের মন্তব্য, ‘ কেউ নাগরিকত্ব পাবেন কিনা তার নির্ধারণের ভিত্তি কখনও ধর্ম হতে পারে না ৷ এই বিল আসলে টু নেশন থিয়োরিকে আইনি মান্যতা দিতে চলেছে ৷ এভাবে দেশের ভবিষ্যত নিয়ে খেলা করা উচিত নয় ৷ ’ তিনি আরও বলেন, ‘এই বিল আমাদের সাংস্কৃতিক সম্প্রীতিকে আঘাত করছে ৷ কেন্দ্রকে অনুরোধ দয়া করে ধর্মনিরপেক্ষ দেশকে জুরাসিক ওয়ার্ল্ড বানাবেন না ৷’

advertisement

রাজ্যসভায় নাগরিকত্ব-লড়াই। বিরোধীদের দাবি, মোদি সরকাররের নাগরিকত্ব সংশোধনী বিল অসাংবিধানিক। ধর্মের ভিত্তিতে এ ভাবে নাগরিকত্ব দেওয়া যায় না। তাদের দাবি, মোদি সরকারের আসলে মুসলিমদের টার্গেট করে মেরুকরণের তাস খেলছে। বুধবার রাজ্যসভায় বলতে উঠে বিরোধীদের এই সব অভিযোগকেই ভোঁতা করার চেষ্টা চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই পাল্টা বলতে উঠে ডেরেক বলেন, ‘৮৪ বছর আগে নাৎসী জার্মানরা যা করেছিল আজ রাজ্যসভাতে দাঁড়িয়েও সেই অবস্থার কথা মনে করে একইরকম ভয় লাগছে ৷ এই বিল সংবিধান বিরোধী ৷ বাঙালি বিরোধী বিল এনেছে সরকার ৷ নাগরিকত্ব বিল ভারত বিরোধী ৷ বাঙালিকে দেশপ্রেম শেখাবেন না ৷ ব্রিটিশরা বাঙালিদের দমাতে পারেনি ৷ আপনারাও বাঙালিদের দমাতে পারবেন না ৷ হিটলারকে অনুসরণ করে এই বিল ৷ কনসেনট্রেশন ক্যাম্পের বদলে ডিটেনশন ক্যাম্প ৷ দেশ একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে ৷’

advertisement

মোদি সরকারের হয়ে আসরে অমিত শাহ। নাগরিকত্ব সংশোধনী বিলকে সংবিধান বিরোধী বলে বিরোধীদের যে অভিযোগ তার জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বস্ত করার চেষ্টা করলেন উত্তর পূর্বের রাজ্যগুলিকে।  মোদি সরকারের দাবি, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে ধর্মীয় অত্যাচারের শিকার হওয়া সংখ্যালঘুদের এ দেশে নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যেই এই বিল। কোনও মামলা চললে প্রত্যাহার করে নেওয়া হবে। যবেই আসুন নাগরিকত্ব দেওয়া হবে ৷

advertisement

অনেকেরই প্রশ্ন, পাকিস্তানে আহমদিয়া, শিয়া মুসলিমরাও তো সংখ্যালঘু। তাঁরাও ধর্মীয় অত্যাচারে শিকার বলে অভিযোগ। তা হলে তাঁদের কেন বঞ্চিত করা হচ্ছে। এই প্রশ্নের উত্তর না দিয়ে অমিত সাহ বারবারই হিন্দু তাস খেলেছেন। নাগরিকত্ব সংশোধনী বিলকে হাতিয়ার করে টার্গেট করেছেন বাংলার উদ্বাস্তু ভোট।

নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে বার্তা দেন, সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস। সেই সুরেই এ দিন বার বার মুসলিমদের পাশে দাঁড়ানোর বার্তা দেন অমিত শাহ। বোঝানোর চেষ্টা করেন, এই বিল মোটেই মুসলিম বিরোধী নয়। এ দিন রাজ্যসভা থেকে উত্তর পূর্বের রাজ্যগুলিকেও আস্বস্ত করার চেষ্টা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নাগরিকত্ব বিল নিয়ে কতটা জানেন আপনি?

সোমবার লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব বিল ৷ এই ক্যুইজ থেকে জেনে নিন এই বিল সম্পর্কে আপনি কতটা জানেন

নাগরিকত্ব বিল তিব্বতি রিফিউজিদের নাগরিকত্ব দেবে ?

পাকিস্তানে ধর্মীয় নিপীড়নে এদেশে পালিয়ে আসা আহমদিয়া শরণার্থীদের CAB-র অধীনে ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে ?

যে বাংলাদেশী হিন্দু অভিবাসী ২০১৫ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাকে সিএবির অধীনে ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে?

বাংলাদেশ থেকে আসা একটি অবৈধ বৌদ্ধ অভিবাসী, যার নাম অসমের জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ ছিল এবং বিদেশি ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে ৷ সিএবির অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করার কি যোগ্য ?

মেঘালয় ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত, যা CAB-র আওতার বাইরে। তাহলে কি মেঘালয়ের শিলংয়ের পুলিশ বাজার এলাকায় বসবাসরত বাংলাদেশ থেকে আসা কোনও অবৈধ হিন্দু অভিবাসী সিএবির অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন?

ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী সমস্ত অবৈধ বাঙালি হিন্দু অভিবাসীরা সিএবির অধীনে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে ?

পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মের ভিত্তিতে নির্যাতনের শিকার হয়ে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা যারা ভারতে চলে এসেছিলেন তাদেরকে CAB-র অধীনে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেওয়া হবে।

ভারতে যে কোনও হিন্দু অভিবাসী সিএবির অধীনে নাগরিকত্ব দাবি করতে পারেন।

বাংলাদেশ থেকে চাকমা ও হাজং শরণার্থীরা যারা অরুণাচল প্রদেশে পুনর্বাসিত হয়েছেন এবং এখনও ভারতের নাগরিকত্ব পাননি তারা সিএবির অধীনে ভারতীয় নাগরিকত্ব দাবি করতে পারেন।

শ্রীলঙ্কা থেকে আসা হিন্দু তামিলরা কি CAB-র অধীনে ভারতীয় নাগরিকত্ব চাইতে পারেন ?

একজন অসমিয়াভাষী হিন্দু যার শিকড় জোড়হাটে রয়েছে কিন্তু সঠিক দলিলের অভাবে তাকে অসমের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এনআরসি) থেকে বাদ দেওয়া হয়েছিল। তিনি কি সিএবির অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Citizenship Amendment Bill: ভারতবর্ষকে দয়া করে জুরাসিক দেশ বানাবেন না, CAB বিতর্কে তীব্র আক্রমণ সিব্বলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল