গিগা ফ্যাক্টরির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিয়েছে রিলায়েন্স। এছাড়া কাঁচামাল সরবরাহের ব্যাপারেও পরিকল্পনা করা হচ্ছে। মুকেশ আম্বানি এদিন রিলায়েন্স এজিএম-এ বলেছেন, ''আমাদের জামনগরের কমপ্লেক্স পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে উদ্যোগ নেবে। তাছাড়া সময় মতো কাঁচামাল সরবরাহের ব্যাপারেও পরিকল্পনা করা হচ্ছে। স্বাধীনভাবে যারা উত্পাদন করবে তাদের সবরকম সহায়তা করা হবে। এটা একটা জাতীয় পর্যায়ের উদ্য়োগ। ফলে সারা দেশে উত্পাদনকারীদের সবরকম সহায়তা করা হবে। সেই জন্য আমরা ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করব। আধুনিক প্রযুক্তির ব্যবহার হবে। আগামী তিন বছরে এই ক্ষেত্রে সব মিলিয়ে আমাদের ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে।''
advertisement
মুকেশ আম্বানি এদিন আরও বলেন, ''ফুয়েল গিগা ফ্যাক্টরি তৈরির উদ্যোগও নেব আমরা। যে ফুয়েল সেল বাতাস থেকে অক্সিজেন ও হাইড্রোজেন নিয়ে বিদ্যুত্ উত্পাদন করবে। এক্ষেত্রে কোনও দূষণ হবে না। কারণ এই প্রক্রিয়ায় শুধুমাত্র জলীয় বাষ্প নির্গত হয়। ফুয়েল সেল ভবিষ্যতে অটোমোবাইল, ট্রাক ও বাসে ব্যবহার করা হবে। এমনকী টেলিকম টাওয়ার, এমার্জেন্সি জেনেরেটর, মাইক্রো গ্রিড, শিল্পক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির ক্ষেত্রেও ব্যবহার করা হবে।''