TRENDING:

Reliance AGM : দেশে বিদ্যুৎ সঙ্কট মেটাতে গিগা ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত রিলায়েন্সের

Last Updated:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩০ সালের মধ্যে দেশে পুনর্নবীকরণ শক্তি উৎপাদন ৪৫০ মেগাওয়াট করার লক্ষ্য নিয়েছেন। আর সেই লক্ষ্যপূরণে এবার এগিয়ে এল রিলায়েন্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জামনগর:  দেশের বিদ্যুত সমস্যা মেটাতে এবার গিগা ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত নিল রিলায়েন্স। মূলত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩০ সালের মধ্যে দেশে পুনর্নবীকরণ শক্তি উৎপাদন ৪৫০ মেগাওয়াট করার লক্ষ্য নিয়েছেন। আর সেই লক্ষ্যপূরণে এবার এগিয়ে এল রিলায়েন্স। রিলায়েন্সের প্রথম গিগা ফ্যাক্টরিতে সৌরবিদ্যুত্ উত্পাদন হবে। প্রথমে সিলিকা পরিণত করা হবে পলিসিলিকনে। তার পর সেগুলি থেকে হবে ইনগোট ও ওয়েফার্স। সেই ওয়েফার্স থেকে সোলার সেল প্রস্তুত হবে। আর এই প্রক্রিয়া যত কম খরচে করা যায় সেই চেষ্টাই করছে রিলায়েন্স। এই ফ্যাক্টরিতে গ্রিন হাইড্রোজেনের উত্পাদন করার পরিকল্পনা রয়েছে। সেই গ্রিন হাইড্রোজেন বিদেশের বাজারেও বিক্রি করা হতে পারে বলে আপাতত পরিকল্পনা করা হয়েছে।
advertisement

গিগা ফ্যাক্টরির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিয়েছে রিলায়েন্স। এছাড়া কাঁচামাল সরবরাহের ব্যাপারেও পরিকল্পনা করা হচ্ছে। মুকেশ আম্বানি এদিন রিলায়েন্স এজিএম-এ বলেছেন, ''আমাদের জামনগরের কমপ্লেক্স পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে উদ্যোগ নেবে। তাছাড়া সময় মতো কাঁচামাল সরবরাহের ব্যাপারেও পরিকল্পনা করা হচ্ছে। স্বাধীনভাবে যারা উত্পাদন করবে তাদের সবরকম সহায়তা করা হবে। এটা একটা জাতীয় পর্যায়ের উদ্য়োগ। ফলে সারা দেশে উত্পাদনকারীদের সবরকম সহায়তা করা হবে। সেই জন্য আমরা ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করব। আধুনিক প্রযুক্তির ব্যবহার হবে। আগামী তিন বছরে এই ক্ষেত্রে সব মিলিয়ে আমাদের ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুকেশ আম্বানি এদিন আরও বলেন, ''ফুয়েল গিগা ফ্যাক্টরি তৈরির উদ্যোগও নেব আমরা। যে ফুয়েল সেল বাতাস থেকে অক্সিজেন ও হাইড্রোজেন নিয়ে বিদ্যুত্ উত্পাদন করবে। এক্ষেত্রে কোনও দূষণ হবে না। কারণ এই প্রক্রিয়ায় শুধুমাত্র জলীয় বাষ্প নির্গত হয়। ফুয়েল সেল ভবিষ্যতে অটোমোবাইল, ট্রাক ও বাসে ব্যবহার করা হবে। এমনকী টেলিকম টাওয়ার, এমার্জেন্সি জেনেরেটর, মাইক্রো গ্রিড, শিল্পক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির ক্ষেত্রেও ব্যবহার করা হবে।''

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Reliance AGM : দেশে বিদ্যুৎ সঙ্কট মেটাতে গিগা ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত রিলায়েন্সের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল