TRENDING:

Reliance Consumer Products Limited: বিদেশি পানীয়র স্বাদে গরমে ভিজবে দেশি মন, শ্রীলঙ্কার এলিফ্যান্ট হাউজের সঙ্গে গাঁটছড়া রিলায়েন্সের

Last Updated:

রিলায়েন্স রিটেইল ভেঞ্চার লিমিটেড, সংক্ষেপে RRVL-এর সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি এবং FMCG শাখা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, সংক্ষেপে RCPL বুধবার ঘোষণা করেছে যে এটি শ্রীলঙ্কার এলিফ্যান্ট হাউজের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ মুকেশ আম্বানি এবং পরিবারের সুযোগ্য পরিচালনায় এই দেশ ইতিমধ্যেই পেয়েছে নানা বিদেশি পণ্য উপভোগের সুবিধা। তালিকায় যেমন রয়েছে ফ্যাশন গারমেন্টস, তেমনই রয়েছে জীবনযাপনকে মসৃণ করে তোলার আরও নানা দিক। এবার সেই উপভোগ্যতার পারদ চড়ল আরও এক ধাপ। এবার থেকে গ্রীষ্মপ্রধান এই দেশে বিদেশি পানীয় আস্বাদনের সুযোগ এনে দিল সংস্থা।
বিদেশি পানীয় এবার দেশে
বিদেশি পানীয় এবার দেশে
advertisement

আরও পড়ুনঃ জামনগরে ‘অন্ন সেবা’ দিয়ে শুরু অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহ উদযাপন

রিলায়েন্স রিটেইল ভেঞ্চার লিমিটেড, সংক্ষেপে RRVL-এর সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি এবং FMCG শাখা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, সংক্ষেপে RCPL বুধবার ঘোষণা করেছে যে এটি শ্রীলঙ্কার এলিফ্যান্ট হাউজের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে। এলিফ্যান্ট হাউজ বিবিধ সুস্বাদু পানীয় তৈরির জন্য প্রসিদ্ধ। এবার রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে উৎপাদন, পণ্য বাজারে নিয়ে আসা অর্থাৎ বিতরণ এবং বিক্রির ক্ষেত্রে তা অঁশীদারিত্ব করল।

advertisement

Campa, Sosyo, Raskik নামের বহুবিধ সুস্বাদু পানীয় এই দেশের নাগরিকদের ইতিমধ্যেই সরবরাহ করে চলেছে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। তবে সন্দেহ নেই যে শ্রীলঙ্কার এলিফ্যান্ট হাউজের সঙ্গে অংশীদারিত্ব তাদের পানীয়র শাখাটিকে এক দিকে যেমন আরও বৈচিত্র্যময় করে তুলবে, তেমনই অন্য দিকে তৃপ্ত হবে আপামর দেশের নাগরিকের স্বাদকোরক।

প্রসঙ্গত, এলিফ্যান্ট হাউজের মালিকানা রয়েছে সিলন কোল্ড স্টোর পিএলসির কাছে, যা জন কিলস হোল্ডিং-এর একটি সহায়ক পিএলসি, শ্রীলঙ্কার বৃহত্তম তালিকাভুক্ত এক সংস্থা এটি। এলিফ্যান্ট হাউজ ব্র্যান্ডের অধীনে, এটি Necto, Cream Soda, EGB (Ginger Beer), Orange Barley এবং Lemonade-এর মতো বিবিধ পানীয় বাজার জুড়ে ছড়িয়ে দিয়ে নাগরিকদের মন কাড়তে সক্ষম হয়েছে।

advertisement

রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের সিওও কেতন মোদি এই অংশীদারিত্ব প্রসঙ্গে জানিয়েছেন যে এলিফঅযান্ট হাউজের মতো শক্তিশালী এবং কিংবদন্তি এক ব্র্যান্ড একদিকে যেমন তাঁদের ফাস্ট মুভিং কনজিউমার গুডসের বাজারকে প্রসারিত করবে, তেমনই অন্য দিকে ভারতীয় নাগরিকদের দেবে ন্যায্য দামে বিলাসবহুল পানীয় আস্বাদনের সুবিধা। ভারতে ইতিমধ্যেই বেশ কিছু গ্লোবাল ব্র্যান্ডকে সম্প্রসারিত করেছে রিলায়েন্স, এলিফ্যান্ট হাউজের বেলাতেও তার অন্যথা হবে না।

advertisement

আবার, জন কিলস গ্রুপের চেয়ারপার্সন কৃষাণ বালেন্দ্র এ প্রসঙ্গে বলেন যে রিলায়েন্সের মতো মর্যাদাপূর্ণ এবং শক্তিশালী এক সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা গর্বিত, এই অংশীদারিত্ব তাঁদের ভারতের বাজারে পণ্য সম্প্রসারের উপযুক্ত পটভূমি দেবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে, শ্রীলঙ্কার পণ্য যে রিলায়েন্স ভারতীয় বাজারে এই প্রথম নিয়ে এল, তা নয়। ইতিপূর্বে এই সংস্থার সৌজন্যে দেশ পেয়েছে শ্রীলঙ্কার বিখ্যাত Maliban বিস্কুটের স্বাদ। রিলায়েন্সের এই তালিকায় রয়েছে Campa এবং Sosyo Hajoori-র মতো বেভারেজ, রয়েছে Lotus Chocolates, Toffeeman-এর মতো কনফেকশনারি এবং Alan’s Bugles, Masti Oye-র মতো স্ন্যাক্স। সেই তালিকাতেই এবার নাম জুড়তে চলেছে এলিফ্যান্ট হাউজের পানীয়ের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Reliance Consumer Products Limited: বিদেশি পানীয়র স্বাদে গরমে ভিজবে দেশি মন, শ্রীলঙ্কার এলিফ্যান্ট হাউজের সঙ্গে গাঁটছড়া রিলায়েন্সের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল