প্রথম বার বর বিষ খেয়ে ফিরে এলে দ্বিতীয় বার ফের বরকে খুনের জন্য বিষ খাওয়ালেন স্ত্রী। দ্বিতীয় বার আর বাঁচলেন না যুবক। ফিরোজাবাদের টুন্ডলায় বরকে খুনের অভিযোগে স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে।
advertisement
সংবাদমাধ্যম অমর উজালায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মৃত যুবক সুনীল যাদবের মা, ২৪ জুলাই পুলিশে অভিযোগ দায়ের করেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে সুনীলের অভিযুক্ত স্ত্রী, শশী, এবং তার কথিত প্রেমিক, যাদবেন্দ্রকে অভিযোগে গ্রেপ্তার হয়েছে। সুনীলের স্ত্রীর সঙ্গে ওই যুবকের এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিল বলে অভিযোগ।
পুলিশের দাবি, শশী এবং যাদবেন্দ্র একসঙ্গে হত্যার পরিকল্পনা করেছিলেন। ১২ মে, স্ত্রী শশী, বর সুনীলকে বিষ মেশানো দই খাইয়েছিলেন। তার স্বাস্থ্যের সুনীল অসুস্থ হতে শুরু করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কিছুটা সুস্থ হলে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দুই দিন পরে, ১৪ মে, আবার তার স্ত্রী একই কাজটি করেছিলেন বলে অভিযোগ। এই সময়, সুনীলকে আর বাঁচানো যায়নি।
শশী এবং তার প্রেমিকের নাম উল্লেখ করে সুনীলের মা অভিযোগ দায়ের করার পরেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, যাদবেন্দ্রের অনলাইনে বিষ অর্ডার করেছিল। যদিও এই মামলা নিয়ে একাধিক চ্যালেঞ্জ রয়েছে পুলিশের কাছে। যার মধ্যে একটি হল দেহের ময়নাতদন্ত না হওয়া। যেহেতু সুনীলের পরিবার তখন কোনও অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেনি তাই দেহটি দাহ করা হয়েছিল। কিন্তু রিপোর্ট অনুযায়ী, পুলিশ অন্যান্য প্রমাণ যেমন সুনীলের কাপড়, বিছানার চাদর এবং ফোন কল রেকর্ড সংগ্রহ করেছে। সুনীল এবং শশীর বিয়ে হয় ১২ বছর আগে। তাদের দুই সন্তানও রয়েছে, ১০ বছর বয়সি অংশু এবং ৬ বছর বয়সি দীপাংশী।