এই শিক্ষানবিশ কর্মসূচির মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ফিটার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক ও আরও অন্যান্য কারিগরি বিভাগে আগ্রহী পেশাদারদের দক্ষতার বিকাশ এবং ব্যবহারিক অভিজ্ঞতা প্রদানের লক্ষ্য স্থির করা হয়েছে। এত বিশাল সংখ্যক শিক্ষানবিশ গ্রহণের সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অর্থনৈতিক বিকাশ বৃদ্ধি ও চাকরির জন্য প্রস্তুত দক্ষতাসম্পন্ন প্রার্থীদের ক্ষমতায়নের ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতির উপর গুরুত্ব আরোপ করেছে।
advertisement
প্রশিক্ষণ প্রক্রিয়ার সময় এই প্রার্থীরা কাজের স্টাইপেন্ড লাভ করে উপকৃত হবেন।ম্যাট্রিক এবং আইটিআই কোর্সে প্রাপ্ত নম্বর সহ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মূল্যায়নের দ্বারা মেধার উপর ভিত্তি করে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। নথিপত্র পরীক্ষা পর্যায়ের পর সফল প্রার্থীরা শিক্ষানবিশ কর্মসূচিতে যোগদান করতে পারবেন, ফলে তাঁরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড পূরণ করা এবং বর্তমান যুগের কর্মসংস্থাপনের ক্ষেত্রে প্রাসঙ্গিক কারিগরি দক্ষতা গড়ে তুলতে পারবেন।প্রশক্ষিণ স্লট প্রদান করা ডিভিশনগুলির মধ্যে রয়েছে কাটিহার, আলিপুরদুয়ার, রঙিয়া, লামডিং ও তিনসুকিয়া, প্রত্যেকটি ডিভিশন একাধিক ট্রেডে শিক্ষানবিশ প্রদান করবে। একটি দক্ষ ট্যালেন্ট পুল তৈরি করার ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের একনিষ্ঠতার প্রতিফলন এই পদক্ষেপে দেখা গেছে, যা শুধুমাত্র এই সমাজের চাহিদাই পূরণ করবে না, বরং তার পাশাপাশি সুস্থির অর্থনৈতিক উন্নয়নেরও সাহায্য করবে।
আরও পড়ুনঃ বিশ্ববাসীর জন্য এসে গেল বড় খবর! মঙ্গলে কি মানুষ থাকতে পারবে? স্পষ্ট হয়ে গেল সব
ইচ্ছুক প্রার্থীদের শেষ মুহূর্তের কারিগরি সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আগে থেকেই আবেদন জমা করার আহ্বান জানানো হচ্ছে। প্রার্থীদের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (আরআরসি)-এর ওয়েবসাইট www.nfr.indianrailways.gov.in-এর মাধ্যমে আবেদন করার জন্য আমন্ত্রণ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড এবং প্রশিক্ষণ স্লট সম্পর্কে অধিক বিবরণ জানার জন্য প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সরকারি ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।