বিশ্বের অন্যতম বড় ধর্মীয় জমায়েত কুম্ভ মেলা। তার আগে উত্তরাখণ্ডের হরিদ্বারে হরকিপৌরিতে গঙ্গার ঘাটে ভিড় করে শাহী স্নান করলেন ভক্তরা। প্রশাসনের তরফে বলা হল, সকাল সাতটা পর্যন্ত সেখানে সাধারণ ভক্তরা স্নান করতে পারবেন। তার পর ঘাট ছেড়ে দেওয়া হবে সাধু-সন্তদের স্নানের জন্য। পুলিসের তরফে জানানো হয়েছে, ঘাটে ভিড় নিয়ন্ত্রণে নামলে ছুটোছুটি লেগে যেত। ফলে বহু মানুষের পদপিষ্ট হওয়ার মতো সম্ভাবনা তৈরি হত। তবুও মাইকে ঘোষণা করে ভক্তদের কোভিড বিধি মানার আর্জি জানানো হয়েছিল। কিন্তু গঙ্গার ঘাটে কেউ বিধি মানেননি। তবে পুলিসের তরফে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। একসঙ্গে অনেক গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকী, ভিড় করে শোভাযাত্রার ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছে।
advertisement
কুম্ভ মেলার আইজি সঞ্জয় গুঞ্জাল জানিয়েছেন, ভক্তদের করোনা বিধি পালনের জন্য বারবার আবেদন জানাচ্ছেন তাঁরা। কিন্তু কোনও লাভ হচ্ছে না। করোনার জন্য এবার কুম্ভ মেলা চলবে মাত্র এক মাস। এই প্রথম কুম্ভ মেলা এত কম দিন হবে। প্রতি ১২ বছরে একবার অন্তত চার মাসের জন্য হয় কুম্ভ মেলা। কুম্ভ মেলা থেকে সংক্রমণ ছড়াতে পারে, এমন আশঙ্কা কেন্দ্র আগেই করেছিল। যার জেরে কয়েক মাস আগেই উত্তরাখণ্ডের প্রশাসনকে কুম্ভ মেলার ভিড় নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছিল। কিন্তু লাভ হল না। শাহী স্নানে এসে ভক্তরা সেই ভিড় করলেন।
