মুম্বইয়ের দাদরের সবজি বাজারে এদিন রেকর্ড ভিড় হল। সংবাদসংস্থা সেই ভিড়ের ছবি প্রকাশ করল। আর সবজি বাজারের ছবি দেখে আঁতকে উঠলেন প্রশাসনের কর্তারা। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩৫, ৭২১ করোনার নতুন কেস ধরা পড়েছে। কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের। আজ, রবিবার থেকে মহারাষ্ট্রে নাইট কার্ফু চলবে। তবে তার আগে দাদরের সবজি বাজারে যা ভিড় হল তাতে প্রশাসনের ঘুম উড়ল। বাজার করতে আসা অনেকের মুখে তো মাস্ক পর্যন্ত ছিল না। গায়ে গা লাগিয়ে সবজি কিনলেন ক্রেতারা। দাদরের বাজার থেকেই নতুন করে সংক্রমণ ছড়াবে না তো! উদ্বিগ্ন প্রশাসন।
advertisement
আজ, রবিবার রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত মহারাষ্ট্রে চলবে নাইট কার্ফু। এই সময়ের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বেরোতে পারবেন না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে এর আগে জানিয়েছিলেন, সাধারণ মানুষ করোনা বিধি মেনে না চললে লকডাউন ছাড়া আর কোনও উপায় থাকবে না। তবে শেষমেশ মহারাষ্ট্রের প্রশাসন নাইট কার্ফু চালু করেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।