TRENDING:

Biplab Deb Resigns: মেয়াদ ফুরনোর আগেই কেন পদত্যাগ করতে হল বিপ্লবকে? উঠে আসছে এই কারণ

Last Updated:

২০১৮ সালে দু' দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখল করেছিল বিজেপি৷ কিছুটা অপ্রত্যাশিত ভাবেই মুখ্যমন্ত্রীর ভার দেওয়া হয়েছিল অনভিজ্ঞ বিপ্লব দেবকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: বিধানসভা নির্বাচনের আগে আর মাত্র এক বছর বাকি৷ এই পরিস্থিতিতে কেন বিপ্লব দেবকে পদ থেকে সরিয়ে দিল বিজেপি? সূত্রের খবর, বিপ্লবকে নিয়ে ত্রিপুরায় দলের ভিতরে তৈরি হওয়া গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতেই এই পথে হাঁটল দলের শীর্ষ নেতৃত্ব৷ তবে বিপ্লবই প্রথম নন, অতীতে নির্বাচনের আগে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি, তাতে সাফল্যও এসেছে৷
হঠাৎ পদত্যাগ বিপ্লবের৷
হঠাৎ পদত্যাগ বিপ্লবের৷
advertisement

গত বৃহস্পতিবারই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন বিপ্লব দেব৷ সূত্রের খবর, বিপ্লব দেবকে এবার সংগঠনে ব্যবহার করবে দল৷ এর আগে একই ভাবে উত্তরাখণ্ড, কর্ণাটক এবং গুজরাতেও মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷

আরও পড়ুন: 'আমি মরে যাবো', মানিক সাহার নাম ঘোষণা হতেই রাগে চেয়ার ছুড়ে মারতে গেলেন ত্রিপুরার মন্ত্রী

advertisement

বিজেপি-র অন্দরের খবর বলছে, বিপ্লব দেবের মু্খ্যমন্ত্রিত্বে ত্রিপুরায় প্রশাসন এবং দল- দু' ক্ষেত্রেই ক্ষোভ বাড়ছিল৷ দলের জোট সঙ্গী আইপিএফটি-ও বিপ্লব দেবকে নিয়ে নিজেদের অসন্তোষের কথা বিজেপি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিল৷ ত্রিপুরায় ক্ষমতায় ফিরতে গেেল আদিবাসী ভোট ব্যাঙ্ক ধরে রাখা গুরুত্বপূর্ণ বিজেপি-র কাছে৷ কারণ প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের দল টিপরা মোথ-ও আদিবাসী অধ্যুষিত বিধানসভাগুলিকে টার্গেট করছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৮ সালে দু' দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখল করেছিল বিজেপি৷ কিছুটা অপ্রত্যাশিত ভাবেই মুখ্যমন্ত্রীর ভার দেওয়া হয়েছিল অনভিজ্ঞ বিপ্লব দেবকে৷ কিন্তু রাজ্যে বিজেপি-র প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নিজের মেয়াদই শেষ করতে পারলেন না বিভিন্ন সময়ে বিতর্কে জড়ানো বিপ্লব৷

বাংলা খবর/ খবর/দেশ/
Biplab Deb Resigns: মেয়াদ ফুরনোর আগেই কেন পদত্যাগ করতে হল বিপ্লবকে? উঠে আসছে এই কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল