TRENDING:

মোদির বার্তায় এগিয়ে আসার ডাক অমিত শাহের, ‌‘‌হৃদয়ে আলো জ্বালুন’‌, লিখলেন অখিলেশ

Last Updated:

আর এই বার্তার পরেই একে একে দেশকে মোদির ডাকে এগিয়ে আসার আহ্ববান করলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌নয়া দিল্লি:‌ শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, ‘৫ এপ্রিল আমাদের মহাশক্তির জাগরণ করতে হবে। তাই ৫ এপ্রিল রাত ৯ টায়, আপনাদের ৯ মিনিট আমি চাই। আপনারা ওইদিন রাতে ঘরের সব লাইট বন্ধ করে আপনারা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান‌। তবে এই আয়োজনের সময় কেউ একজোট হবেন না। নিজেরা নিজেরা এটি পালন করবেন’‌।
advertisement

আর এই বার্তার পরেই একে একে দেশকে মোদির ডাকে এগিয়ে আসার আহ্ববান করলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মোদির ভাষণের পরেই এদিন ট্যুইট করে অমিত শাহ বলেন, ‘‌দেশ জোড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে। এই ঐক্যবদ্ধ লড়াইয়ে আপনার এগিয়ে আসুন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিন। একইভাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেন, ‘‌আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস ও সহমর্মিতার ভাষা হিসাবে এই বিষয়টি সামনে এসেছে। তাই আপনারা আসুন। ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিন।’‌

advertisement

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ট্যুইট করে বলেছেন, অন্ধকার থেকে আলোয় যাওয়ার পথে প্রধানমন্ত্রীর ডাকে আপনারা সাড়া দিন। একসঙ্গে আমরা করোনা দুঃসময়ের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব।’‌

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও এর মধ্যেই কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তিনি ট্যুইট করেছেন। লিখেছেন, ‘‌এমনিতে মোমবাতি জ্বালানোর চেয়ে নিজের হৃদয়ে আলো জ্বালান, তাতে দেশ আরও উন্নত হবে।’‌

বাংলা খবর/ খবর/দেশ/
মোদির বার্তায় এগিয়ে আসার ডাক অমিত শাহের, ‌‘‌হৃদয়ে আলো জ্বালুন’‌, লিখলেন অখিলেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল