আর এই বার্তার পরেই একে একে দেশকে মোদির ডাকে এগিয়ে আসার আহ্ববান করলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মোদির ভাষণের পরেই এদিন ট্যুইট করে অমিত শাহ বলেন, ‘দেশ জোড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে। এই ঐক্যবদ্ধ লড়াইয়ে আপনার এগিয়ে আসুন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিন। একইভাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস ও সহমর্মিতার ভাষা হিসাবে এই বিষয়টি সামনে এসেছে। তাই আপনারা আসুন। ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিন।’
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ট্যুইট করে বলেছেন, অন্ধকার থেকে আলোয় যাওয়ার পথে প্রধানমন্ত্রীর ডাকে আপনারা সাড়া দিন। একসঙ্গে আমরা করোনা দুঃসময়ের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব।’
যদিও এর মধ্যেই কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তিনি ট্যুইট করেছেন। লিখেছেন, ‘এমনিতে মোমবাতি জ্বালানোর চেয়ে নিজের হৃদয়ে আলো জ্বালান, তাতে দেশ আরও উন্নত হবে।’