হুমকি মেলে লেখা ছিল, রিজার্ভ ব্যাঙ্কের সদর দফতর সহ এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক সহ মুম্বইয়ের ১১টি জায়গায় ১১টি বোমা রাখা আছে৷ দাবি পূরণ না হলে বেলা দেড়টার সময় বিস্ফোরণ ঘটবে বলে জানানো হয়৷
আরও পড়ুন:
ই মেলে লেখা ছিল, আমরা মুম্বইয়ের আলাদা আলাদা ১১টি জায়গায় বোমা রেখে দিয়েছি৷ রিজার্ভ ব্যাঙ্ক সহ বেসরকারি ব্যাঙ্কগুলি দেশের বৃহত্তম আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত৷ এই দুর্নীতির সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সহ অর্থমন্ত্রকের বেশ কয়েকজন শীর্ষকর্তা এবং প্রথম সারির কিছু মন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত৷ তার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে৷
advertisement
যে এগারোটি জায়গায় বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়, তার মধ্যে রয়েছে- রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল অফিস, চার্চ গেটের এইচডিএফসি হাউস, বিকেসি-র আইসিআইসিআই ব্যাঙ্ক টাওয়ার্স৷
ওই ই মেলে আরও দাবি করা হয়, অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেককে যথাযথ শাস্তি দিতে হবে৷ তা না হলে একে একে প্রতিটি বোমা বিস্ফোরণ ঘটবে বলেও হুমকি দেওয়া হয়৷
তবে এই ই মেল আসার পর পরই ই মেলে উল্লেখ করা জায়গাগুলিতে ব্যাপক তল্লাশি শুরু করে মুম্বই পুলিশ৷ যদিও সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি৷