TRENDING:

সব ব্যাঙ্ক আজ রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে, চলবে লেনদেনও : আরবিআই

Last Updated:

এক বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে আজ সমস্ত ব্যাঙ্কের গ্রাহকরা এনইএফটি ও আরটিজিএস পদ্ধতির মাধ্যমে লেনদেন করতে পারবেন বর্ধিত সময়েও ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এক বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে আজ সমস্ত ব্যাঙ্কের গ্রাহকরা এনইএফটি ও আরটিজিএস পদ্ধতির মাধ্যমে লেনদেন করতে পারবেন বর্ধিত সময়েও ।
advertisement

আজ বর্তমান অর্থবর্ষের শেষ দিন তাই আয়কর, দৈনন্দিন লেনদেন এছাড়াও একাধিক কাজ গ্রাহকরা যাতে সুষ্ঠু ভাবে করতে পারেন । তাই রিজার্ভ ব্যাঙ্ক আজকের জন্য ব্যাঙ্কিং পরিষেবা সময় সীমা রাত ৮টা পর্যন্ত বর্ধিত করেছে । ইলেকট্রনিক লেনদেন মধ্যরাত পর্যন্ত করা যাবে । রিজার্ভ ব্যাঙ্কের সব কাউন্টার আজ রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। যদিও যাবতীয় লেনদেন পরিষেবা ২ এপ্রিল বন্ধ থাকবে । নতুন অর্থবর্ষের দ্বিতীয় দিন ব্যাঙ্ক ছুটি থাকার কারণে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোকেও টেক্কা দেয় 'কালী গ্রামে'র কালীপুজো! বাড়ি বসেই দেখুন বিসর্জনের আয়োজন
আরও দেখুন

এক বিবৃতিতে জানিয়েছে গ্রাহকদের ট্যাক্স দিতে যাতে সমস্যা না হয় সেই জন্য আয়কর দফতরের সব কাউন্টার গতকাল ও আজ ছুটির দিন হওয়া সত্ত্বেও খোলা থাকবে । যদিও প্যানকার্ড ও আধার কার্ড সংযুক্তির সমযলীমা বর্ধিত হেয়েছে ৩০ জুন পর্যন্ত ।

বাংলা খবর/ খবর/দেশ/
সব ব্যাঙ্ক আজ রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে, চলবে লেনদেনও : আরবিআই