TRENDING:

Raxaul-Jogbani Express: বিহারের গতিতে নতুন ডানা, রক্সৌল-যোগবাণী নতুন এক্সপ্রেস উদ্বোধন প্রধানমন্ত্রীর

Last Updated:

Raxaul-Jogbani Express: এই এক্সপ্রেস ট্রেনটি বিহারের জনগণের জন্য রেল সংযোগ বৃদ্ধি করবে, ব্যবসা ও অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বিহারে রেল সংযোগ বৃদ্ধি করতে মাননীয় প্রধানমন্ত্রী রক্সৌল ও যোগবাণীর মধ্যে নতুন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন। রেল সংযোগ বৃদ্ধি করার পদক্ষেপ হিসেবে আরও একটি নতুন ট্রেন পরিষেবা রক্সৌল জং.-যোগবাণীর মধ্যে চালু করা হবে। ৬ মার্চ, ২০২৪ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি এই উদ্বোধনী স্পেশাল এক্সপ্রেস ট্রেনটির শুভ সূচনা করবেন। ট্রেন নং. ১৫৫০১/১৫৫০২ (রক্সৌল জং.-যোগবাণী-রক্সৌল জং.) দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা শুরু হবে ১১ মার্চ, ২০২৪ তারিখ থেকে।
এই এক্সপ্রেস ট্রেনটি বিহারের জনগণের জন্য রেল সংযোগ বৃদ্ধি করবে
এই এক্সপ্রেস ট্রেনটি বিহারের জনগণের জন্য রেল সংযোগ বৃদ্ধি করবে
advertisement

এই এক্সপ্রেস ট্রেনটি বিহারের জনগণের জন্য রেল সংযোগ বৃদ্ধি করবে, ব্যবসা ও অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করবে। নীচের বর্ণনা অনুযায়ী এই ট্রেনের পরিষেবাগুলি চলবে।উদ্বোধনী স্পেশাল এক্সপ্রেস ট্রেন নং. ০৫৫২৯ (রক্সৌল জং.-যোগবাণী উদ্বোধনী স্পেশাল) এক্সপ্রেস রক্সৌল জং. থেকে ৬ মার্চ, ২০২৪ তারিখে (বুধবার) ১৫.০০ ঘণ্টায় রওনা দেবে এবং পরের দিন ০০.৩০ ঘণ্টায় যোগবাণী পৌঁছবে।এর নিয়মিত পরিষেবার সময়, ট্রেন নং. ১৫৫০১ (রক্সৌল জং.-যোগবাণী) এক্সপ্রেস রক্সৌল জং. থেকে ১১ মার্চ, ২০২৪ তারিখ থেকে প্রত্যেক সোম ও বৃহস্পতিবার ১২.৪০ ঘণ্টায় রওনা দেবে এবং একই দিনে ২২.৩০ ঘণ্টায় যোগবাণী পৌঁছবে।

advertisement

আরও পড়ুন : আজ উদ্বোধনের পরই দ্রুত শুরু যাত্রী পরিষেবা, এ বার এক মেট্রোয় জোকা থেকে মাঝেরহাট

ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ১৫৫০২ (যোগবাণী-রক্সৌল জং.) এক্সপ্রেস যোগবাণী থেকে ১১ মার্চ, ২০২৪ তারিখ থেকে প্রত্যেক সোম ও বৃহস্পতিবার ২৩.৪৫ ঘণ্টায় রওনা দেবে এবং পরের দিন ১১.১৫ ঘণ্টায় রক্সৌল জং. পৌঁছবে। উভয় পথে যাত্রার সময়, এই এক্সপ্রেস ট্রেনটি ঘোরাসাহান, সিতামারহি জং., দ্বারভাঙ্গা জং., সাকরি জং., ঝাঞ্ঝারপুর, ঘোগহারদিহা, নির্মালি, সরাইগড় জং., রাঘোপুর, ললিতগ্রাম, নরপতিগঞ্জ ও ফরবেসগঞ্জ জং.-এ স্টপেজ দেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

যাত্রীদের জন্য একটি এসি ৩-টিয়ার, পাঁচটি স্লিপার ক্লাস, চারটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্রে ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও সূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Raxaul-Jogbani Express: বিহারের গতিতে নতুন ডানা, রক্সৌল-যোগবাণী নতুন এক্সপ্রেস উদ্বোধন প্রধানমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল