TRENDING:

জম্মু কাশ্মীরে ফিরবে না ৩৭০ ধারা, সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

Last Updated:

শুক্রবার সাংবাদিক বৈঠক করেও মেহবুবা মুফতি জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর দাবি করেন৷ একই সঙ্গে জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকা ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

প্রায় ১৪ মাস বন্দি থাকার পর সম্প্রতি মুফতিকে মুক্তি দিয়েছে জম্মু কাশ্মীর প্রশাসন৷ তার পরেই কাশ্মীরের বিশেষ ক্ষমতা ফেরানোর দাবিতে ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ সহ কাশ্মীরের সব রাজনৈতিক দলগুলিকে একছাতার তলায় নিয়ে আসার উদ্যোগে অংশ নিয়েছেন মুফতি৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করেও তিনি জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর দাবি করেন৷ একই সঙ্গে জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকা ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি৷ মুফতি স্পষ্ট জানিয়ে দেন, যতদিন না পর্যন্ত জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততদিন অন্য কোনও পতাকা তুলবেন না তিনি৷ গত বছর অগাস্ট মাসে জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহারের সময়ই রাজ্যের পৃথক পতাকাকেও বাতিল করে দেওয়া হয়৷

advertisement

মেহবুবা মুফতির এই দাবির জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, কোনও অবস্থাতেই জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষমতা ফেরানো হবে না৷ তিনি জানান, সাংবিধানিক পদ্ধতি মেনেই ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে৷ সংসদের দুই কক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার দেশবাসীর কাছে তাঁদের প্রতিশ্রুতি ছিল এবং মানুষ এই সিদ্ধান্তের প্রশংসাই করেছেন৷ মুফতি জাতীয় পতাকার প্রতি গুরুতর অসম্মান দেখিয়েছেন বলেও অভিযোগ তোলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী৷

advertisement

একই সঙ্গে মুফতির মন্তব্যের সমালোচনা না করার জন্য অন্যান্য বিরোধী দলগুলিরও সমালোচনা করেছেন প্রসাদ৷ তাঁর অভিযোগ, পান থেকে চুন খসলেই বিজেপি-র সমালোচনায় উঠেপড়ে লাগে বিরোধী দলগুলি৷ অথচ মেহবুবা মুফতি জাতীয় পতাকার প্রতি এমন অবমাননাকর মন্তব্য করার পরেও তাদের মুখে কুলুপ৷ কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, এই অবস্থান বিরোধী দলগুলির দ্বিচারিতার প্রমাণ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেন্দ্রীয় মন্ত্রীর আরও দাবি, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর কেন্দ্রশাসিত এই অঞ্চলে অনেক বেশি উন্নয়নমূলক কাজ হচ্ছে এবং এসসি, এসটি, ওবিসি, মহিলারা সহ সমাজের পিছিয়ে থাকা মানুষ উপকৃত হচ্ছেন৷ জম্মু কাশ্মীরের স্থানীয় নির্বাচনগুলিতেও এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান করেছেন বলে দাবি করেছেন রবিশঙ্কর প্রসাদ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু কাশ্মীরে ফিরবে না ৩৭০ ধারা, সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল