TRENDING:

অধিবেশন ঘোষণার পর ঘোড়া কেনাবেচার দর ১৫ কোটি ছাড়িয়েছে, অভিযোগ গেহলতের

Last Updated:

সাংবাদিকদের গেহলত বলেছেন, বুধবার রাতে রাজস্থানের বিধানসভার অধিবেশনের ঘোষণার পর থেকেই বেড়ে গিয়েছে ঘোড়া কেনাবেচার দর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‌#‌জয়পুর: ১‌৪ আগস্ট বিধানসভার অধিবেশনের কথা জানিয়েছেন রাজস্থানের রাজ্যপাল। আর সেই নিয়েই এবার নতুন করে ঘোড়া কেনাবেচার তত্ত্ব সামনে আনলেন অশোক গেহলত। তিনি বৃহস্পতিবার দাবি করেছেন, ঘোড়া কেনাবেচার দর বর্তমানে আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। এখন অনেক বেশি দামে কেনাবেচা চলছে। আর এই বিষয়টি ঘটেছে ১৪ আগস্ট বিধানসভার অধিবেশনের দিন ঘোষণার পর থেকেই।
advertisement

সাংবাদিকদের গেহলত বলেছেন, ‘‌বুধবার রাতে রাজস্থানের বিধানসভার অধিবেশনের ঘোষণার পর থেকেই বেড়ে গিয়েছে ঘোড়া কেনাবেচার দর। প্রথমে এই কেনাবেচার দর ছিল ১০ কোটি। তারপর সেটি বেড়ে হয় ১৫ কোটি। আর এখন সেটা হয়ে দাঁড়িয়েছে আনলিমিটেড। যত খুশি তত টাকার অফার দেওয়া হয়েছে। আর এটা সবাই জানে যে কে এই ঘোড়া কেনাবেচা করছে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়া, এদিন বহুজন সমাজ পার্টিকেও আক্রমণ করেন অশোক গেহলত। তাঁর বিরুদ্ধে মায়াবতীর করা মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তিনি। পাশাপাশি বলেন, মায়াবতী এখন বিজেপির হয়ে কাজ করছেন। বুধবার রাতেই রাজস্থান বিধানসভার অধিবেশন নিয়ে তীব্র টানাপোড়েনের একটা সাময়িক সমাধান হয়। রাজস্থানের রাজ্যপাল জানান, ১৪ আগস্ট অধিবেশ বসবে। অশোক গেহলতের ক্যাবিনেট নতুন করে ১৪ আগস্ট তারিখ হিসাবে রাজ্যপালের কাছে তুলে ধরলে সেই তারিখটিকেই গ্রহণ করেন রাজ্যপাল এবং সেই দিনই অধিবেশনের কথা ঘোষণা করেন। কিন্তু ঘোড়া কেনাবেচার প্রসঙ্গ সামনে এনে নতুন করে সমীকরণ বদলের কথাও ভাসিয়ে রাখলেন অশোক গেহলত।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অধিবেশন ঘোষণার পর ঘোড়া কেনাবেচার দর ১৫ কোটি ছাড়িয়েছে, অভিযোগ গেহলতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল