জমি আন্দোলনের হাত ধরেই ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত করেছে তৃণমূল। তৃণমূলের ধারাবাহিক সেই আন্দোলনের জেরে অনেক টানাপড়েনের পর টাটা গোষ্ঠী এ রাজ্য থেকে তাদের ন্যানো প্রকল্প তুলে নেয়। অবশেষে পশ্চিমবঙ্গে ন্যানো কারখানা গুটরাতে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় টাটা ৷
১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে Network 18-এর বিজনেস চ্যানেল CNBC TV 18-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এই বিষয়ে খোলামেলা আলোচনা করলেন টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা ৷
advertisement
এদিন তিনি রতন টাটা জানান, ‘জমি আন্দোলনের জেরে পশ্চিমবঙ্গ ন্যানো কারখানা খোলা সম্ভব ছিল না ৷ সেই সময় সাহায্যের হাত বাড়িয়েছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সময় ন্যানো কারখানা খোলার জন্য জমির দরকার ছিল ৷ মোদিজি সেই সময় সাহায্য করেছিলেন ৷ আমি জানিয়েছিলাম যে আমার জমি দরকার কারখানা তৈরি করার জন্য ৷ মোদিজি সেই সময় এগিয়ে এসেছিলেন ৷ এবং প্রতিশ্রুতি মতো তিনদিনের মধ্যে গুজরাটে কারখানা তৈরি করার জন্য জমি দিয়েছিলেন ৷ তৃতীয় দিনের সকালে তিনি আমায় জানান যে এটা আপনার কারখানার জমি ৷ সাধারাণত এত কম সময়ে এরকম ব্যাপার ভারতবর্ষে হয়ে থাকে না ৷’
টাটা আরও জানান, ‘নরেন্দ্র মোদি নতুন ভারত গড়ার প্রচেষ্টা করছেন ৷ দেশের উন্নয়নের জন্য একের পর এক নজিরবিহীন উদ্যোগ নিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী ৷ তাকে সফল করার জন্য আমাদের তাকে সবরকমের সাহায্য করা উচিৎ ৷’ তিনি আরও জানান যে মোদির নেতৃত্বের উপর তার পুরোপুরি আস্থা রয়েছে ৷
এদিনের সাক্ষাৎকারে টাটা গ্রুপ, দেশের অর্থনীতি থেকে রাজনীতি সব কিছু নিয়েই নেটওয়ার্ক ১৮-এর সঙ্গে খোলাখুলি আলোচনা করেছেন রতন টাটা ৷