মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং রাজস্থান ৷ এই তিন রাজ্যই হাতছাড়া বিজেপির ৷ এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে রামদেব বলেন, ‘পাঁচ রাজ্যে বিজেপির হার নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাইনা ৷ কারণ তাতে বিতর্ক তৈরি হবে ৷ ভোটব্যাঙ্ক রাজনীতি নিয়ে খুব একটা মাথাব্যাথা ছিল না মোদির ৷ মোদির নেতৃত্ব, রাজনৈতিক রণকৌশল কিংবা পরিকল্পনা নিয়ে কারোওর কোনও অভিযোগ থাকতে পারেনা ৷ দেশের উন্নয়নের স্বার্থে ১০০-টির বেশী প্রকল্পের সূচনা করেছেন মোদি ৷ ভোট-ব্যাঙ্ক রাজনীতি নিয়ে কোনওদিনই সেভাবে মাথা ঘামাননি তিনি ৷’
advertisement
মোদির নোটবন্দি পদক্ষেপ নিয়েও যথেষ্ট খুশি রামদেব ৷ তিনি বলেন, ‘এখন সব টাকাই সমান ৷ নোটবন্দির ফলে যেসমস্ত কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেটি কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা উচিত ৷’
ভারতকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবেও তৈরি করা যেতে পারে ৷ যদি ম্যানুফ্যাকচারিং হাবগুলিতে প্রয়োজনীয় বিষয়গুলি সাশ্রয়ী মূল্যের হারে প্রদান করা যায় ৷ কারণ দেশের বেশ কিছু শিল্প অর্থনৈতিক সংকটে ধুঁকছে ৷ তাদেরকে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় ৷ তাহলেই দেশ ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকধাপ এগিয়ে যাবে ৷ এমনটাই দাবি রামদেবের ৷