উত্তরপ্রদেশের অযোধ্যার ওই শুভদিনে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তদের মধ্যে বিতরণ করা হবে লাড্ডু।
অযোধ্যা রাম মন্দির উদ্বোধন লাইভ কভারেজ । Ayodhya Ram Mandir Inauguration LIVE
আরও পড়ুন: লাক্ষাদ্বীপের নীল সৈকতে প্রধানমন্ত্রী! ‘ভারতের মলদ্বীপে’ আপনিও যেতে চান? উপায় জেনে নিন
advertisement
TTD-এর এক্সিকিউটিভ অফিসার ধর্ম রেড্ডি সম্প্রতি ডায়াল ইও প্রোগ্রামে ছোট্ট লাড্ডু বিতরণের সিদ্ধান্তের কথা জানালেন। সাধারণভাবে, তিরুমালা পাহাড়ের মন্দিরে ভক্তদের সরবরাহ করা হয় এই বিশেষ লাড্ডু। তিরুপতি মন্দিরে দর্শনার্থীদের দেওয়া হয় এই লাড্ডু। ওজন হয় ১৭৬ গ্রাম থেকে ২০০ গ্রামের মধ্যে।
তবে অযোধ্যায় মিনি লাড্ডু বা ছোট লাড্ডু পাঠান হবে। এর ওজন হবে ২৫ গ্রাম। বিশেষ মিনি লাড্ডু তৈরি করা হবে পোতুতে (পবিত্র প্রসাদ প্রস্তুত করার জন্য তিরমুলার রান্নাঘর) শিরনে।
টিটিডির এক্সিকিউটিভ অফিসার ধর্মা রেড্ডি আরও জানালেন, ‘‘আমরা ২২ জানুয়ারী অযোধ্যায় অনুষ্ঠানে যোগদানকারী ভক্তদের মধ্যে বিতরণ করার জন্য এক লক্ষ বিশেষ লাড্ডু প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছি। এই লাড্ডু তৈরির কাজ শেষ হলে আমরা তাদের ভগবান শ্রী রামের পবিত্র জন্মস্থানে পাঠাব। অযোধ্যায় ভগবান বালাজির পবিত্র প্রসাদ পাঠানো হবে। এই বিরাট অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমরা গর্বিত।’’