Ayodhya Ram Mandir Pran Pratishtha LIVE Updates: ৫ বছর বয়সী রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ ‘‘রাম বিবাদ নয়, রাম সমাধান ৷ শুধু রামলালার নয়, আজ আদর্শের প্রাণ প্রতিষ্ঠা হল ৷’’ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
অযোধ্যা: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ প্রাণ প্রতিষ্ঠার পুজোয় প্রধানমন্ত্রী-সহ ৫ জন ৷ গর্ভগৃহে রয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠায় রয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত এবং রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস ৷ রয়েছেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও ৷ প্রচুর মানুষের আগমন এদিন অযোধ্যায়। রয়েছেন প্রচুর ভিভিআইপিরাও। প্রাণ প্রতিষ্ঠার পর পুষ্পাঞ্জলি প্রধানমন্ত্রীর ৷
advertisement
Jan 22, 20243:09 PM IST
Ram Mandir Inauguration: রাম মন্দির থেকে বেরোলেন মোদি
‘প্রাণপ্রতিষ্ঠা’ শেষে অযোধ্যার রাম মন্দির থেকে বেরিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির চত্বরে উপস্থিত সকল অতিথিদের স্বাগত জানান তিনি।
Jan 22, 20243:11 PM IST
Ram Mandir Inauguration: আমি আইন ব্যবস্থাকে ধন্যবাদ জানাব যে ন্যায় রেখেছে: প্রধানমন্ত্রী
সংবিধানে রামের অস্তিত্ব আছে। রামের অস্তিত্ব সংবিধানে থাকার পর আইনি লড়াই চলেছে রাম নিয়ে। আমি আইন ব্যবস্থাকে ধন্যবাদ জানাব যে ন্যায় রেখেছে। আজ গ্রামে গ্রামে সংকীর্তন হচ্ছে। স্বচ্ছতা অভিযান হচ্ছে।পুরো দেশ দীপাবলি পালন করছে। আজ সন্ধ্যাবেলা ঘরে ঘরে প্রদীপ জ্বলবে। কালচক্র এবার বদলাবে। এটা আমার বিশ্বাস। সাগর থেকে সরযূ পর্যন্ত রাম নামের উৎসব চলছে। রাম ভারতবাসীর মনের ভিতরে আছেন। গত ১১ দিনে আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন ভাষায় রামায়ণ শোনার। আমার কাছে এই সময় বিজয়ের জন্য নয়, বিনয়ের জন্য। বললেন প্রধানমন্ত্রী ৷
Jan 22, 20243:00 PM IST
Ram Mandir Inauguration: আমাদের রাম অনেক প্রতীক্ষার পর এল: মোদি
‘‘আমাদের রাম অনেক প্রতীক্ষার পর এল। অনেক ত্যাগ, সংগ্রামের পর এসে গেল আমাদের রাম। কত কিছু বলার আছে। কিন্তু কণ্ঠ বন্ধ আছে।আমার শরীর এখনও স্পন্দিত আছে। আমাদের রামলালা আর টেন্টে থাকবে না। আমাদের রামলালা এবার মন্দির থাকবে। প্রভু শ্রী রামের আশীর্বাদ আমাদের সবার উপর আছে। ২২-এ জানুয়ারি ২০২৪ এটা ক্যালেন্ডারে লিখে রাখুন। নতুন জীবনের শুরু হচ্ছে। ভূমি পুজোর পর থেকে প্রতিদিন উৎসাহ বেড়েই যাচ্ছিল দেশবাসীর মধ্যে। আজ আমাদের রামের মন্দির পেয়েছি। আজ থেকে এক হাজার বছর বাদে আজকের তারিখকে সম্মান করবেন। গুলামির মানসিকতা ভেঙে দেবে। প্রভু রামের থেকে ক্ষমা চাইছি আমাদের কিছু কম ছিল। আজ আমাদের সেই কম পূরণ করেছে…।’’ বললেন প্রধানমন্ত্রী মোদি ৷
advertisement
Jan 22, 20242:44 PM IST
Ram Mandir Inauguration: রাম বিবাদ নয়, রাম সমাধান
রাম বিবাদ নয়, রাম সমাধান ৷ শুধু রামলালার নয়, আজ আদর্শের প্রাণ প্রতিষ্ঠা ৷ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
Jan 22, 20242:29 PM IST
Ram Mandir Inauguration: গোটা দেশে আজ দীপাবলি
গোটা দেশে আজ দীপাবলি ৷ বিধি মেনেই তৈরি হয়েছে রাম মন্দির ৷ ঘরে ঘরে জ্বলবে রাম জ্যোতি ৷ বিচার ব্যবস্থার কাছে বিচারের জন্য কৃতজ্ঞ ৷ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
Jan 22, 20242:25 PM IST
Ram Mandir Inauguration: ২২ জানুয়ারির সূর্য নতুন কিরণ নিয়ে এসেছে: মোদি
২২ জানুয়ারির সূর্য নতুন কিরণ নিয়ে এসেছে ৷ অলৌকিক মুহূর্তের সাক্ষী গোটা দেশ ৷ হাজার বছর পরেও আজকের দিন নিয়ে চর্চা চলবে ৷ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
Jan 22, 20242:20 PM IST
Ram Mandir Inauguration: দীর্ঘ প্রতীক্ষা শেষ, ফিরলেন রাম
আবেগে গলা বুজে আসছে ৷ দিব্য মন্দিরে ফিরছেন রামলালা ৷ দীর্ঘ প্রতীক্ষা শেষ, ফিরলেন রাম ৷ বহু ত্যাগ আর তপস্যার পর আমাদের মাঝে রাম ৷ অযোধ্যায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
Jan 22, 20242:16 PM IST
Ram Mandir Inauguration: ৫০০ বছরের অপেক্ষা শেষ, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে। তাঁর সঙ্গে গর্ভগৃহে ছিলেন মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ এবং অন্যান্যরা। মন্দির চত্বরে আজ ১১ দিনের উপবাস ভঙ্গ করেন প্রধানমন্ত্রী।
Jan 22, 20242:13 PM IST
Ram Mandir Inauguration: ১১ দিন পর উপবাস ভাঙলেন প্রধানমন্ত্রী
১১ দিন পর উপবাস ভাঙলেন প্রধানমন্ত্রী
রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য ১১ দিনের উপবাসে মোদি
advertisement
Jan 22, 20241:28 PM IST
Ram Mandir Inauguration: রামলালার প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন
রামলালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন নরেন্দ্র মোদি। পুজো শেষে তিনি জনসভার জন্য বেরিয়ে যান। পঞ্চপ্রদীপে রামলালার আরতি করলেন প্রধানমন্ত্রী মোদি। প্রাণপ্রতিষ্ঠা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শঙ্খ-ঘণ্টাধ্বনিতে মুখরিত অযোধ্যা।
Jan 22, 20241:17 PM IST
Ram Mandir Inauguration: ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
১২টা ২৯ মিনিট ৩ সেকেন্ড- ১২টা ৩০মিনিট ৩২ সেকেন্ড ৷ ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর ৷ পঞ্চ প্রদীপ, শাঁখ বাজিয়ে বিশেষ আরতি মোদির ৷
Jan 22, 20241:10 PM IST
Ram Mandir Inauguration: রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন
রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে ৷ রাম মন্দিরে চলছে পুজোর আচার-অনুষ্ঠান ৷
advertisement
Jan 22, 202412:53 PM IST
Ram Mandir Inauguration: প্রধানমন্ত্রীর হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা
মোদির হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ প্রাণপ্রতিষ্ঠার পর পুষ্পাঞ্জলি ৷ আরতি সারলেন প্রধানমন্ত্রী ৷
Jan 22, 202412:50 PM IST
Ram Mandir Inauguration: রামলালার প্রাণ প্রতিষ্ঠা মোদির
রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা মোদির ৷ হাতে পদ্মফুল নিয়ে পুজো করছেন প্রধানমন্ত্রী।
Jan 22, 202412:46 PM IST
Ram Mandir Inauguration: রাম লালায় প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
রাম লালায় প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ অযোধ্যায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম ৷ ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ প্রতিষ্ঠা ৷