নিজের ইনস্টাগ্রামে বিশেষ একটি ভিডিও পোস্ট করেছেন রাখি। যে ভিডিওতে রাখির বক্তব্য খানিকটা এইরকম। তাঁর কথায়, ''সমাজসেবার জন্য, মানুষের ভালোর জন্য অনেকেই নিজের শরীরের বিভিন্ন অঙ্গদান করে থাকেন। কেউ চক্ষু দান করেন, কেউ কিডনি, কেউ বা শ্বাসযন্ত্র দান করেন, আমিও এই পথেই হাঁটতে চাই। আমার শরীরের সবথেকে সুন্দর অঙ্গ হল 'স্তন', আর আমি সেটা দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব, দেখা যাক কাকে দিয়ে যেতে পারি।'' এই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ৷
advertisement
ই ইন্টারনেট জুড়ে চলছে নানা সমালোচনা। তাঁর এই ঘোষণাকে ভালোভাবে নিতে পারেননি কেউ। অনেকেই বিষয়টি হাস্যরস করেছেন। অনেকে আবার বলছেন, এই ঘোষণার মাধ্যমে রাখি প্রকৃত দানকারীদের অপমান করেছেন।
এর আগে ইন্টারনেটে রাখি সাওয়ান্তের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে রাখিকে বলতে দেখা গিয়েছিল, তিনি নিজের বক্ষযুগল সুন্দর করে তুলতে প্লাস্টির সার্জারির আশ্রয় নিয়েছেন। আর একথা বলতে তাঁর কোনও দ্বিধা বা অস্বস্তি নেই বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। তাঁর কথায় বলিউডের ৯০ শতাংশ তারকারা কখনও না কখনও কোনও না কোনও অঙ্গ সার্জারি করিয়ে থাকেন, আমিও করিয়েছি, এতে লজ্জার কোনও কারণ নেই।