TRENDING:

রাজ্যসভায় পাস উচ্চবর্ণ সংরক্ষণ বিল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভোট বছরে সংরক্ষণের মতো স্পর্শকাতর ইস‍্যুর বিরোধিতা কোনও দলই করেনি। তাই রাজ্যসভায় বিরোধীরা সংখ্যাগরিষ্ঠা হওয়া সত্ত্বেও সেখানে বিপুল ভোটে পাস হয়ে গেল সংরক্ষণ বিল। মঙ্গলবার লোকসভায় পাস হয়েছিল বিলটি, বুধবার পাস হল রাজ্যসভায় ৷ এরপরই বিলটি পাঠানো হবে  রাষ্ট্রপতির কাছে ৷
advertisement

উচ্চবর্ণের পিছিয়ে পড়াদের সংরক্ষণ নিয়ে তোলপাড় হয় রাজ‍্যসভাও। মোদি সরকারের বলছে, এটা স্লগ ওভারে ছক্কা। পালটা কংগ্রেস বলছে, সংরক্ষণকে সমর্থন, কিন্তু ভোটের মুখে এই বিল আনা নিয়েই সন্দেহ প্রকাশ করেছে তারা।

সংরক্ষণকে সমর্থন করলেও বিরোধীরা প্রায় একসুরে কটাক্ষ করে বলেছে, ঠিক ভোটের মুখেই গরিবদের কথা মনে পড়ল মোদি সরকারের। এটা গিমিক ছাড়া আর কি। তবে হাজার কটাক্ষ ও বিরোধিদের বাধার মুখেও উচ্চবর্ণ সংরক্ষণ বিল পাস হয়ে যাওয়াতে খুশি বিজেপি শিবির ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন 'উচ্চবর্ণ সংরক্ষণ বিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা'

বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যসভায় পাস উচ্চবর্ণ সংরক্ষণ বিল