TRENDING:

একটা শর্তেই শুরু হতে পারে কথা, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে যা জানালেন রাজনাথ সিং

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : পুলওয়ামা জঙ্গি হানার প্রেক্ষিতে ভারত যে এয়ারস্ট্রাইক করেছিল তাকে যেন রাজনৈতিক ভাবে ব্যবহার করা না হয় ৷ News18 কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পরিষ্কারভাবে এ কথা জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷
advertisement

নিউজ ১৮ গ্রুপের এডিটর ইন চিফ রাহুশ যোশিকে দেওয়া সাক্ষাৎকারে বালাকোট স্ট্রাইক এবং ইমরান খানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলার প্রস্তাব নিয়ে সাফ  মনোভাব জানিয়ে দিয়েছেন ৷

এয়ারস্ট্রাইক নিয়ে রাজনাথ সিং বলেছেন, ‘‘পাকিস্তান গোটা বিষয়টিতে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, সেটা বুঝে নেওয়াই যায় ৷ ’’ ভারত যা করেছিল তা অস্বীকার করা বা তা নিয়ে প্রশ্ন তোলা ছাড়া ওদের কোনও পথ ছিল না ৷

advertisement

তবে এ কথা বলার পাশাপাশি সিং বলেছেন , ‘‘নির্বাচনের সঙ্গে এয়ারস্ট্রাইক জড়ানো উচিত নয় ৷ এটা একটা জাতীয় গর্বের বিষয়, এটা নিয়ে কোনও রকম রাজনীতি করা উচিত নয় ৷ ’’

ভারতের সেনাবাহিনীর প্রশংসায় তাদের সম্পর্কে রাজনাথ সিং বলেন, ‘‘দেশের সীমান্তের রক্ষক, পাশাপাশি ভারতের ও রাজনীতির সুরক্ষার দায়িত্বেও তাঁরাই ৷ ’’  নির্বাচন কমিশন সম্প্রতি সব রাজনৈতিক দলকেই এই বালাকোট এয়ারস্ট্রাইককে নিজেদের নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না করে দিয়েছে ৷

advertisement

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ইতিমধ্যেই নিয়ম লঙ্ঘনের জন্য সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন ৷রাজনাথ সিং এর পাশাপাশি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সদিচ্ছা প্রকাশ করেছেন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক কথা শুরু করার জন্য ৷ তিনি জানিয়েছেন, ভারত নিজের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায়৷ কিন্তু জঙ্গি সন্ত্রাস দমনে তারা সক্রিয় কোনও পদক্ষেপ নিলে তবেই হবে এটা ৷

advertisement

রাজনাথ সিং বলেছেন , ‘‘আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলতে চাই , আমাদের প্রতিবেশীর সঙ্গে আমরা ভালো সম্পর্ক চাই ৷ কিন্তু সন্ত্রাসবাদ আর দ্বিপাক্ষিক কথাবার্তা একসঙ্গে চলতে পারে না ৷ ’’

পাকিস্তান যদি আলোচনায় আসতে চায় সেই প্রসঙ্গে রাজনাথ  সিং বলেছেন , ‘‘ ওদের দেশে যে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি রয়েছে তা ধ্বংস করতে পদক্ষেপ নিতে হবে পাকিস্তানকে ৷ পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীদের কোনওরকম সাহায্য করা হচ্ছে না নিশ্চিত করতে হবে ৷ এটা যদি ওরা করেন তাহলে কথা হবে ৷ ওদের মাটি থেকে সন্ত্রাস সমূলে উপড়ে ফেলতে হবে এবং ওখান থেকে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ হবে না তা নিশ্চিত করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷ ’’

advertisement

এরইমধ্যে বিদেশমন্ত্রকের মন্ত্রী সুষমা স্বরাজও রাজনাথ সিংয়ের মতোই জানিয়েছিলেন সন্ত্রাসবাদ ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি  একসঙ্গে চলতে পারে না ৷ তিনি এও বলেছিলেন ইমরান খান যদি এতটাই উদার হন তাহলে মাসুদ আজাহারকে আমাদের হাতে তুলে দিন ৷

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
একটা শর্তেই শুরু হতে পারে কথা, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে যা জানালেন রাজনাথ সিং