TRENDING:

Rajnath Singh Interview | ‘ভারতের নির্বাচন নিয়ে জাতিসঙ্ঘ বলার কে?’, রাখঢাক না করে তোপ দাগলেন রাজনাথ সিং

Last Updated:

Rajnath Singh Interview | নেটওয়ার্ক 18-এর সম্পাদক রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, “ভারতের নির্বাচন নিয়ে জাতিসঙ্ঘ বলার কে”? বিরোধীদের একহাত নিয়ে প্রশ্ন তোলেন, “গ্রেফতার বেআইনি হলে আদালত মুক্তি দিচ্ছে না কেন”?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আসন্ন লোকসভা ভোট নিয়ে ভারতকে খোঁচা দিয়েছিল জাতিসঙ্ঘ। এবার পাল্টা মুখ খুললেন বর্ষীয়াণ বিজেপি নেতা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নেটওয়ার্ক 18-এর সম্পাদক রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, “ভারতের নির্বাচন নিয়ে জাতিসঙ্ঘ বলার কে”? বিরোধীদের একহাত নিয়ে প্রশ্ন তোলেন, “গ্রেফতার বেআইনি হলে আদালত মুক্তি দিচ্ছে না কেন”?
advertisement

জাতিসঙ্ঘকে কটাক্ষ করে রাজনাথ প্রথমে বলেন, “ভারতের নির্বাচন নিয়ে জাতিসঙ্ঘ বলার কে? দেশে কি এর আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি? ২০১৯-এ সঠিক ভোট হয়নি? ২০১৪-এ হয়নি? আমি বলি, ২০১৪ সালের আগেও ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। হঠাৎ এই ইস্যু তোলা হচ্ছে কেন”? এরপর বিরোধীদের তুলোধোনা করেন রাজনাথ। তাঁর প্রশ্ন, “ধরে নিলাম এজেন্সি মুখ্যমন্ত্রী বা উপ মুখ্যমন্ত্রীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। তাহলে আদালত তাঁদের জামিন দিচ্ছে না কেন”?

advertisement

আরও পড়ুনঃ আর হাতে ২ঘণ্টা! ঝড়বৃষ্টিতে ভিজবে দক্ষিণের দুই জেলা! নিমেষে বদলে যাবে আবহাওয়া!

গত সপ্তাহে, জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিককে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং বিরোধী দল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার পর লোকসভা নির্বাচনের আগে দেশে ‘রাজনৈতিক অস্থিরতা’ তৈরি হচ্ছে কি না জিজ্ঞেস করা হলে বলেছিলেন, “অন্যান্য দেশের মতো ভারতে নির্বাচন হতে চলেছে। আমরা আশা করি রাজনৈতিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। নাগরিকরা অবাধ এবং নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে পারবেন”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এরপরই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জাতিসঙ্ঘের উর্ধ্বতন কর্মকর্তার মন্তব্য উড়িয়ে দিয়ে তিনি বলেছিলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কোনও বৈশ্বিক সংস্থার প্রয়োজন নেই। শুধু তাই নয়, জাতিসঙ্ঘে সাংবাদিক সম্মেলনের সময় ভারতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তাঁর জবাব ছিল, “উদ্দেশ্যপূর্ণ প্রশ্ন”। একইভাবে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য করায় আমেরিকাকেও কড়া কথা শুনিয়ে দিয়েছিল ভারত। সিনিয়র মার্কিন কূটনীতিককে ডেকে পাঠানোও হয়। কেন এমন মন্তব্য করা হচ্ছে, তার ব্যাখ্যা চায় কেন্দ্র সরকার। তার আগে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে জার্মান বিদেশ মন্ত্রকের মন্তব্যের প্রতিবাদে নয়াদিল্লি জার্মান ডেপুটি চিফ অফ মিশনকে তলব করেছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rajnath Singh Interview | ‘ভারতের নির্বাচন নিয়ে জাতিসঙ্ঘ বলার কে?’, রাখঢাক না করে তোপ দাগলেন রাজনাথ সিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল