নয়াদিল্লি: ফের বিশ্বজুড়ে শুরু হয়েছে পারমাণবিক অস্ত্র নিয়ে শোরগোল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত করেছেন, পাকিস্তানের পাশাপাশি আরও একাধিক দেশ গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করেছে। ট্রাম্পের দাবির পর এই ইস্যুতে ইসলামাবাদকে তোপ দেগেছে ভারত। কড়া সুরে জানিয়েছে, ‘পরমাণু অস্ত্রের বেআইনি কার্যকলাপ পাকিস্তানের ইতিহাসে নতুন নয়।’
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, রাশিয়া, চিন, উত্তর কোরিয়া এবং পাকিস্তান-সহ অনেক দেশ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যেখানে আমেরিকাই একমাত্র দেশ, যারা তা করে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “রাশিয়া পরীক্ষা চালাচ্ছে এবং চিনও পরীক্ষা চালাচ্ছে ৷ কিন্তু তারা এ বিষয়ে কথা বলে না। আমরা একটি উন্মুক্ত সমাজ। আমরা আলাদা। আমরা এ বিষয়ে কথা বলি। আমাদের এ বিষয়ে কথা বলতে হবে ৷”
আর ট্রাম্পের মুখে পাকিস্তানের নাম আসার পরই রাজনাথ রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ”যারা যা পরীক্ষা করতে চায়, করতে থাকুক। আমরা তো তাদের আটকাতে পারব না। তবে, যা কিছুই হোক না কেন, ভারত সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি আছে।” রাজনাথ অবশ্য মাটির নীচে ভারতের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিয়ে কিছু বলতে চাননি। তবে, বুঝিয়ে দিয়েছেন বিষয়টি গোপন রাখলেও ভারত সব সময়ের জন্য প্রস্তুত আছে।
