রাজনাথ সিং বলেন, শুধু নির্বাচনী ইস্তেহার নয়, ‘অভিন্ন দেওয়ানি বিধি চালু করাটা মানুষের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিল৷ আমরা দীর্ঘদিন ধরে এটাই বিশ্বাস করে এসেছি৷ বিরোধী শিবিরের অনেকেই এখন এতে জাতপাত এবং ধর্মীয় রং লাগাচ্ছে৷’
আরও পড়ুন: ‘ঘরে ঢুকে মেরে আসব’, পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের
বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে রাজনাথ সিং আরও দাবি করেন, ‘সবাই নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারবেন৷ কারও ধর্মীয় বিশ্বাসে কোনও আঘাত হানা হবে না৷ আমার মনে হয় না অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে কারও কোনও আপত্তি থাকবে৷’
advertisement
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সিএএ চালু হলে বহু মানুষ ভোটাধিকার হারাবনে৷ তৃণমূলনেত্রীর এই অভিযোগের জবাব দিয়ে রাজনাথ সিং বলেন, আমার মনে হয় না সুস্থ গণতন্ত্রে এ ভাবে মানুষকে বিভ্রান্ত করা উচিত৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেবে না, নাগরিকত্ব দেবে৷