এই জঙ্গি হামলার ঘটনার জেরে নিজের রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাওয়াও পিছিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ নিরাপত্তা নিয়ে বৈঠক হচ্ছে রাজনাথের নিজ বাসভবনেই ৷ বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা সচিব, ডিজি সিআরপিএফ এবং আই বি প্রধান-সহ অন্যান্যরা ৷
শনিবার রাতেই উরিতে ঢুকে পড়েছিল বেশ কয়েকজন জঙ্গি। আজ ভোরে সেনাছাউনি কেঁপে ওঠে গ্রেনেড বিস্ফোরণে। ঘুমন্ত সেনাদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন ১২ জন জওয়ান। হামলার আকস্মিকতা সামলে পাল্টা জবাব দেন সেনারা। ৪ জঙ্গিকেই খতম করা হয়েছে বলেও জানা যাচ্ছে। এই হামলার পিছনে আইএসআই মদতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ আইএসআইয়ের মদতে লস্কর-ই-তৈবার জঙ্গিরাই উরি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বলে অনুমান সেনাবাহিনীর ৷
advertisement
এদিকে এই জঙ্গি হামলার ঘটনার মধ্যেই পরমাণু হামলার হুমকি দিয়েছে পাকিস্তান ? পাক প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন, ‘‘ যদি পাকিস্তানের অস্তিত্ব সঙ্কটে পড়ে তাহলে পারমাণবিক বোমা ব্যবহারে পিছপা হবে না পাকিস্তান ৷ ’’