TRENDING:

‘যুদ্ধজাহাজে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে যেতেন রাজীব’, ফের প্রাক্তন প্রধানমন্ত্রীর সমালোচনায় মোদি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভোটের গরম নাকি গরমের ভোট ? বৈশাখ শেষে কে কার চেয়ে এগিয়ে ? ভাবতে বসলে মাথা ঘুরে যাওয়ার জোগার। তীব্র গরমে হাঁসফাঁস দশা । তবু ভোটপ্রচারে জান লড়িয়ে দিতে হচ্ছে প্রার্থী-নেতা-কর্মীদের ৷ আগামী ১২ মে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ৷ জোরকদমে চলছে নির্বাচনী প্রচার ৷ রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে কাজের খতিয়ান নিয়ে আক্রমণ করছেন ৷ কখনও আবার চলছে ব্যক্তিগত আক্রমণ ৷ ফের রাজীব গান্ধি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে কাঠগড়ায় নরেন্দ্র মোদি ৷
advertisement

কিছুদিন আগেই রাজীব গান্ধিকে ‘দুর্নীতিবাজ’ এবং ‘ভ্রষ্টাচারী’ বলে কটাক্ষ করেন মোদি ৷ সেই মন্তব্যের জন্য বিরোধী নেতাদের তোপের মুখেও পড়েন তিনি ৷ মোদি বলেছিলেন, ‘দুর্নীতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ছিলেন এক নম্বর ৷ তাঁর জুরি মেলা ভার ৷ দেশের জনগণ তাঁকে যতই মিস্টার ক্লিনের তকমা দিক না কেন ! উনি ছিলেন একজন ভ্রষ্টাচারি ৷’ এহেন রূঢ় ভাষাতেই রাজীব গান্ধিকে আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তা স্বত্ত্বেও দমে থাকতে নারাজ প্রধানমন্ত্রী ৷

advertisement

আগামী ১২ মে দিল্লিতে লোকসভা নির্বাচন হতে চলেছে ৷ বুধবার দিল্লির রামলিলার একটি জনসভায় নির্বাচনী প্রচারে আসেন মোদি ৷ সেই সভা থেকেই তিনি দাবি করেন, রাজীব গান্ধি ও তাঁর পরিবার নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস বিরাটে চেপে বেড়াতে যেত রাজীবের পরিবার ৷ আইএনএস বিরাট নাকি রাজীব গান্ধির পরিবারের কাছে ‘পার্সোনাল ট্যাক্সি’ ছিল ৷ এমনটাই দাবি মোদির ৷

advertisement

ঘটনাটির সূত্রপাত ১৯৮৭ সালে ৷ গান্ধি পরিবার লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন ১০ দিনের জন্য ৷ সেই সময়ই নাকি এই আইএনএস বিরাটে চেপেই ভ্রমণ করেন রাজীব গান্ধি তাঁর পরিবারের সঙ্গে ৷ এই বিষয়টি নিয়েই গান্ধি পরিবারের বিরুদ্ধে তোপ দাগেন মোদি ৷ তিনি বলেন, ‘সমুদ্রে আন্তর্জাতিক সীমানায় নজরদারি তালায় এই ধরণের যুদ্ধজাহাজগুলি ৷ সেক্ষেত্রে পার্সোনাল ট্যাক্সি হিসেবে আইএনএস বিরাটকে ব্যবহার করা একেবারেই অনুচিত ৷’

advertisement

মোদির এহেন বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কর্ণাটকের বিজেপি নেতা শ্রীনিবাস প্রসাদ ৷ তিনি বলেন, ‘দুর্নীতির অপবাদ তাঁর গায়ে কোনওদিন একটা আচড় কাটেনি ৷ সেক্ষেত্রে এই ধরণের মিথ্যে অভিযোগ কেউই বিশ্বাস করবেন না ৷ এমনকী আমিও বিশ্বাস করতে পারছি না ৷ আমার মোদিজিকে সম্মান করি ঠিকই ৷ কিন্তু রাজীব গান্ধির বিরুদ্ধে এহেন অভিযোগ আনা খুবই অন্যায় ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

প্রসঙ্গত, ১৯৮৭ সাল থেকে এই যুদ্ধজাহাজটি ভারতীয় নৌসেনার সঙ্গে যুক্ত ৷ ৩০ বছর ধরে এটি জাতীয় সুরক্ষার কাজে ব্যবহার করা হত ৷ ২০১৬ সালে অবশেষে, এই যুদ্ধজাহাজটিকে বিশেষভাবে সংরক্ষিত করা হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘যুদ্ধজাহাজে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে যেতেন রাজীব’, ফের প্রাক্তন প্রধানমন্ত্রীর সমালোচনায় মোদি