তামিলনাড়ু সরকার ২০১৪ সালে রাজীব গান্ধি হত্যাকারীদের মুক্তির দেওয়ার কথা ঘোষণা করে ৷ সেই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে ৷ সেই পিটিশনের ভিত্তিতেই ইন্দিরা পুত্রের হত্যাকারীদের জেলে রাখার পক্ষেই রায় দিল পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ৷ বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের এই সাংবিধানিক বেঞ্চ এদিন জানায়, রাজীব গান্ধি হত্যাকাণ্ডের তদন্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাই কেন্দ্রীয় সরকারের মতামত ও অনুমতি ছাড়া এই ধরনের নির্দেশ দেওয়ার এক্তিয়ার তামিলনাড়ু সরকারের নেই ৷ তাই শীর্ষ আদালতের এই নির্দেশে বাতিল হয়ে গেল তামিলনাড়ু সরকারের নির্দেশনামা ৷
advertisement
১৯৯১ সালে ফুলের মালার বোমা দিয়ে হত্যা করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে ৷ সেই হত্যাকাণ্ডে জড়িত ৭ জনকে প্রথমে ফাঁসির আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ পরে রাষ্ট্রপতি এই অপরাধীদের ক্ষমার আবেদন গ্রহণ করে ফাঁসির আদেশ রদ করে যাবজ্জীবনের সাজায় পরিবর্তন করেন ৷