TRENDING:

দেশের মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার, নয়া দায়িত্বে প্রাক্তন অর্থ সচিব

Last Updated:

১৯৮৪ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের অফিসার রাজীব কুমার৷ গত ২৯ এপ্রিল অর্থ সচিবের পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন অর্থ সচিব এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাজীব কুমার৷ অশোক লাভাসার স্থলাভিষিক্ত হলেন তিনি৷
advertisement

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দেওয়ার জন্য গত মাসের শুরুতেই পদত্যাগ করেছিলেন লাভাসা৷তিনিই দেশের দ্বিতীয় মুখ্য নির্বাচন কমিশনার যিনি মেয়াদ ফুরনোর আগেই ইস্তফা দিলেন৷

১৯৮৪ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের অফিসার রাজীব কুমার৷ গত ২৯ এপ্রিল অর্থ সচিবের পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি৷ এর পর তাঁকে তিন বছরের জন্য পাবলিক এন্টারপ্রাইস সিলেকশন বোর্ড (PESB)-এর চেয়ারম্যান করা হয়৷ জনপরিষেবা সংক্রান্ত নীতি প্রণয়ন এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে প্রায় তিরিশ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'প্রযুক্তির ব্যবহার করা এবং চালু নীতিগুলিকে সংশোধনের মাধ্যমে আরও স্বচ্ছ করে তুলতে আগ্রহী তিনি৷ পাশাপাশি, মধ্যস্থতাকারীদের সরিয়ে সাধারণ মানুষকে সরাসরি পরিষেবা দেওয়াও তাঁর লক্ষ্য৷' মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ২০২৪ সালের সাধারণ নির্বাচনও রাজীব কুমারের নজরদারিতেই হওয়ার কথা৷

বাংলা খবর/ খবর/দেশ/
দেশের মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার, নয়া দায়িত্বে প্রাক্তন অর্থ সচিব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল