TRENDING:

পঞ্চায়েতের বিচারে, রাজস্থানের ধর্ষককে নয়, ধর্ষিতাকে দেওয়া হল শাস্তি ! চাওয়া হল ৫ লক্ষ টাকা !

Last Updated:

লোক জানাজানি হলে, প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্ত। যদিও ওই যুবতী ভয় না পেয়ে থানায় অভিযোগ জানায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজস্থান: রাজস্থানের কিছু জায়গায় এখনও গ্রাম পঞ্চায়েতের বিচার চলে। যাকে সালিশি সভা বলা চলে৷ ইন্দো-পাকিস্তান বর্ডারের কাছে অবস্থিত গ্রাম বার্মার। সম্প্রতি এই গ্রামের একটি ধর্ষণের ঘটনা সামনে আসে। তবে অবাক করার বিষয় হল ধর্ষককে শাস্তি না দিয়ে এখানকার গ্রাম পঞ্চায়েত ধর্ষিতা ও তাঁর পরিবারকে শাস্তি দিয়েছে। পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা জরিমানা চাওয়া হয়েছে। এবং খাওয়ার জল থেকে শুরু করে সব রকম পরিষেবা বন্ধ করা হয়েছে ওই পরিবারের। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement

জানা যায়, এবছরের জানুয়ারি মাসের ২২ তারিখে বাড়িতে একা পেয়ে দীনেশ ওরফে দেবারাম চড়াও হয় এক যুবতীর উপর। তাঁকে ধর্ষণ করে ওই অভিযুক্ত। বিষয়টি কাউকে জানাতে বারণ করে সে। লোক জানাজানি হলে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয়। যদিও ওই যুবতী ভয় না পেয়ে থানায় অভিযোগ জানান। এরপর গ্রেফতারও করা হয় ওই ব্যক্তিকে। কিন্তু কয়েক মাসের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে যায় ওই ব্যক্তি। এর পর জুনের ৮ তারিখ ফের চড়াও হয় ওই যুবতীর উপর। রাস্তায় তাঁকে আটকে মেরে ফেলার হুমকি দেয়। এবং ওই ধর্ষণকারী গ্রাম পঞ্চায়েতের বিচার সভা বসায়। যেখানে ওই যুবতীকে মামলা তুলে নিতে বলা হয়। যুবতী রাজি না হলে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা ও একঘরে করে দেওয়া হয়। এরপর ওই যুবতী ফের থানার দ্বারস্থ হন। পঞ্চায়েত প্রধানের নামে অভিযোগ করেন তিনি। পুলিশ গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
পঞ্চায়েতের বিচারে, রাজস্থানের ধর্ষককে নয়, ধর্ষিতাকে দেওয়া হল শাস্তি ! চাওয়া হল ৫ লক্ষ টাকা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল