TRENDING:

Live In Relationship: ২১ বছর না হলেও লিভ ইন সম্পর্কে থাকতেই পারেন প্রাপ্তবয়স্ক ছেলেরা, রায় দিল রাজস্থান হাইকোর্ট!

Last Updated:

কোটার বাসিন্দা ১৮ বছর বয়সি এক তরুণী এবং ১৯ বছর বয়সি এক তরুণের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন রাজস্থান হাইকোর্টের বিচারপতি অনুপ ধান্ড৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়ের জন্য আইন স্বীকৃত বয়সে না পৌঁছলেও পারস্পরিক সম্মতিতে লিভ ইন সম্পর্কে থাকতেই পারেন দু জন প্রাপ্তবয়স্ক৷ এমনই নির্দেশ দিল রাজস্থান হাইকোর্ট৷ বিয়ের বয়স না হলে লিভ ইন সম্পর্কে থাকা যাবে না, এই যুক্তি দিয়ে কারও সাংবিধানিক অধিকার খর্ব করা যায় না বলেও মত দিয়েছেন বিচারপতি৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

কোটার বাসিন্দা ১৮ বছর বয়সি এক তরুণী এবং ১৯ বছর বয়সি এক তরুণের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন রাজস্থান হাইকোর্টের বিচারপতি অনুপ ধান্ড৷ ওই যুগল আর্জিতে জানায়, গত ২৭ অক্টোবর থেকে চুক্তির ভিত্তিতেই একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা৷

যদিও এই সম্পর্কে আপত্তি জানায় তরুণীর পরিবার৷ লিভ ইন সম্পর্ক থেকে বেরিয়ে না এলে দু জনকেই প্রাণে মেরে ফেলারো হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ এমন কি, কোটা থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তরুণীর৷

advertisement

ওই যুগলের আর্জির বিরোধিতা করে সরকারি আইনজীবীব দাবি করেন, ছেলেদের ক্ষেত্রে বিয়ের আইন স্বীকৃত বয়স ২১৷ যেহেতু ওই তরুণের বয়স ২১ হয়নি, তাই তিনি কোনও লিভ ইন সম্পর্কে থাকতে পারেন না৷

যদিও সরকারি আইনজীবীর এই যুক্তি খারিজ করে দেন বিচারপতি৷ তিনি জানান, সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকের স্বাধীন ভাবে জীবনযাপন এবং বেঁচে থাকার অধিকার রয়েছে৷ শুধুমাত্র বিয়ের বয়স হয়নি বলে সেই অধিকার কেড়ে নেওয়া যায় না৷ বিচারপতি আরও বলেন, ভারতীয় আইন ব্যবস্থায় লিভ ইন সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা হয় না অথবা এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে কোনও বাধাও নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অদ্ভুত দর্শন এই মাছের অবাক করা কাণ্ডকারখানা! দুর্গাপুর ব্যারেজে গেলেই মিলবে দেখা
আরও দেখুন

একই সঙ্গে ভিলওয়ারা এবং যোধপুর (গ্রামীণ) জেলার পুলিশ সুপারদের ওই যুগলের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনে তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা দিতেও নির্দেশ দিয়েছে আদালত৷

বাংলা খবর/ খবর/দেশ/
Live In Relationship: ২১ বছর না হলেও লিভ ইন সম্পর্কে থাকতেই পারেন প্রাপ্তবয়স্ক ছেলেরা, রায় দিল রাজস্থান হাইকোর্ট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল