TRENDING:

Rajasthan Election Result 2018: রাজস্থানে পদ্ম ভ্যানিশ, মারকাটারি ব্যাটিং করল কংগ্রেস

Last Updated:

দু ঘণ্টার মধ্যেই রাজস্থানে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল কংগ্রেস৷ ১৯৯ আসনের রাজস্থান বিধানসভায় ১০১টি পেয়ে গিয়েছে রাহুল গান্ধির দল৷ ফলে রাজস্থানে সরকার গড়া নিয়ে আর চিন্তা নেই কংগ্রেসের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: জনমত সমীক্ষা থেকে শুরু করে বুথ ফেরত, সব কটিতেই দেখা যাচ্ছিল বসুন্ধরা রাজে সরকারের পতন ঘটছেই৷ সকাল সকাল মন্দিরে গিয়ে প্রার্থনা করেও লাভ হল না৷ মঙ্গলবার ভোট গণনা যতই এগোতে থাকল, স্পষ্ট হয়ে গেল, মরুরাজ্যে বিজেপি-র মুখ বসুন্ধরা রাজে হারছেনই৷
advertisement

দু ঘণ্টার মধ্যেই রাজস্থানে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল কংগ্রেস৷ ১৯৯ আসনের রাজস্থান বিধানসভায় ১০১টি পেয়ে গিয়েছে রাহুল গান্ধির দল৷ ফলে রাজস্থানে সরকার গড়া নিয়ে আর চিন্তা নেই কংগ্রেসের৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তো ছিলই, সঙ্গে যোগ হয়েছে ফসলের ন্যায্য দাম না-পেয়ে কৃষক আত্মহত্যা৷ বসুন্ধরা রাজে সরকারের উপর ক্ষুব্ধ ছিলই রাজস্থানের মানুষ৷ রাজস্থানে কংগ্রেসের দুই মুখ, সচিন পাইলট ও অশোক গেহলটের বাড়িতে শুরু হয়ে গিয়েছে অকাল হলি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Election Result 2018: রাজস্থানে পদ্ম ভ্যানিশ, মারকাটারি ব্যাটিং করল কংগ্রেস