জানা গিয়েছে, বুধবার প্রথমে মৃত্যু হয় ৯০ বছর বয়সি সূরযি দেবীর৷ এর কিছুক্ষণের মধ্যেই মারা যান তাঁর স্বামী ৯৩ বছরের দলীপ সিংয়ের৷ পরিবারের সদস্যদের দাবি, স্ত্রীর চলে যাওয়ার আঘাত সহ্য না করতেই পেরেই মৃত্যু হয় ওই বৃদ্ধের৷
জীবনের শেষ মুহূর্তেও দম্পতির এই বন্ধনকে সম্মান জানিয়েই দু জনকে একই চিতায় দাহ করা হয়৷ চিতার চারপাশে বেলুন দিয়ে সাজানোও হয়৷
advertisement
দম্পতির বড় ছেলের স্ত্রী বুধবার সকালে তাঁদের চা দিতে যান৷ দলীপ সিং চায়ের কাপ নিলেও চা খেতে চাননি সূরযি দেবী৷ সেই সময় দলীপ সিং ঘর থেকে বেরিয়ে যান৷ চা দিয়ে তাঁদের পুত্রবধূও চলে আসেন৷ এর কিছুক্ষণ পর ওই ঘরে ঢুকে সূরযি দেবীর পুত্রবধূ দেখেন, খাটের উপরে শুয়ে আছেন ওই বৃদ্ধা৷ ডাকাডাকি করলেও সাড়া দিচ্ছেন না তিনি৷ গায়ে হাত দিয়ে সূরযি দেবীর পুত্রবধূ বুঝতে পারেন, ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে৷ পরিবারের সবাইকে ডাকেন তিনি৷ খবর দেওয়া হয় চিকিৎসককে৷ তিনিও এসে জানান সূরযি দেবীর মৃত্যু হয়েছে৷
স্ত্রীর মৃত্যুর সময় বাড়ির বাইরে বসেছিলেন দলীপ সিং৷ স্ত্রী যে আর নেই, এই খবর কানে যেতেই চুপচাপ কিছুক্ষণ সেখানেই বসেছিলেন তিনি৷ ওই অবস্থাতেই তাঁরও মৃত্যু হয়৷ মায়ের মৃত্যুর খবর পেয়ে দলীপ সিংয়ের মেয়েরা এসে জানতে পারেন, তাঁদের বাবারও মৃত্যু হয়েছে৷
দম্পতির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এলেও যেভাবে জীবনের শেষযাত্রাও তাঁরা একসঙ্গে করলেন, তা ভেবই নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছেন সূরযি দেবী এবং দলীপ সিংয়ের পরিবারের সদস্যরা৷