TRENDING:

Rajasthan Couple Death: ৯০ বছরের স্ত্রীর মৃত্যু, খবর শুনে প্রয়াত ৯৩ বছরের স্বামীও! একই চিতায় দাহ করা হল প্রবীণ দম্পতিকে

Last Updated:

জীবনের শেষ মুহূর্তেও দম্পতির এই বন্ধনকে সম্মান জানিয়েই দু জনকে একই চিতায় দাহ করা হয়৷ চিতার চারপাশে বেলুন দিয়ে সাজানোও হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৯০ বছর বয়সে মৃত্যু হল স্ত্রীর৷ তার ঠিক তিরিশ মিনিটের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৯৩ বছর বয়সি স্বামী৷ অবাক করে দেওয়ার মতো এমনই ঘটনা ঘটেছে হরিয়ানার রেওয়ারিতে৷
দলীপ সিং ও সূরযি দেবীা৷
দলীপ সিং ও সূরযি দেবীা৷
advertisement

জানা গিয়েছে, বুধবার প্রথমে মৃত্যু হয় ৯০ বছর বয়সি সূরযি দেবীর৷ এর কিছুক্ষণের মধ্যেই মারা যান তাঁর স্বামী ৯৩ বছরের দলীপ সিংয়ের৷ পরিবারের সদস্যদের দাবি, স্ত্রীর চলে যাওয়ার আঘাত সহ্য না করতেই পেরেই মৃত্যু হয় ওই বৃদ্ধের৷

জীবনের শেষ মুহূর্তেও দম্পতির এই বন্ধনকে সম্মান জানিয়েই দু জনকে একই চিতায় দাহ করা হয়৷ চিতার চারপাশে বেলুন দিয়ে সাজানোও হয়৷

advertisement

দম্পতির বড় ছেলের স্ত্রী বুধবার সকালে তাঁদের চা দিতে যান৷ দলীপ সিং চায়ের কাপ নিলেও চা খেতে চাননি সূরযি দেবী৷ সেই সময় দলীপ সিং ঘর থেকে বেরিয়ে যান৷ চা দিয়ে তাঁদের পুত্রবধূও চলে আসেন৷ এর কিছুক্ষণ পর ওই ঘরে ঢুকে সূরযি দেবীর পুত্রবধূ দেখেন, খাটের উপরে শুয়ে আছেন ওই বৃদ্ধা৷ ডাকাডাকি করলেও সাড়া দিচ্ছেন না তিনি৷ গায়ে হাত দিয়ে সূরযি দেবীর পুত্রবধূ বুঝতে পারেন, ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে৷ পরিবারের সবাইকে ডাকেন তিনি৷ খবর দেওয়া হয় চিকিৎসককে৷ তিনিও এসে জানান সূরযি দেবীর মৃত্যু হয়েছে৷

advertisement

স্ত্রীর মৃত্যুর সময় বাড়ির বাইরে বসেছিলেন দলীপ সিং৷ স্ত্রী যে আর নেই, এই খবর কানে যেতেই চুপচাপ কিছুক্ষণ সেখানেই বসেছিলেন তিনি৷ ওই অবস্থাতেই তাঁরও মৃত্যু হয়৷ মায়ের মৃত্যুর খবর পেয়ে দলীপ সিংয়ের মেয়েরা এসে জানতে পারেন, তাঁদের বাবারও মৃত্যু হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দম্পতির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এলেও যেভাবে জীবনের শেষযাত্রাও তাঁরা একসঙ্গে করলেন, তা ভেবই নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছেন সূরযি দেবী এবং দলীপ সিংয়ের পরিবারের সদস্যরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Couple Death: ৯০ বছরের স্ত্রীর মৃত্যু, খবর শুনে প্রয়াত ৯৩ বছরের স্বামীও! একই চিতায় দাহ করা হল প্রবীণ দম্পতিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল