TRENDING:

Kota Infants' Death: কোটায় ১০৪ শিশু-মৃত্যুতে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন খোদ উপমুখ্যমন্ত্রীই

Last Updated:

সমালোচক হলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইটল৷ কোটায় শিশুমৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে অশোক গেহলটকে একহাত নিলেন খোদ উপমুখ্যমন্ত্রীই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোটা: রাজস্থানের কোটার হাসপাতালে এখনও পর্যন্ত শিশুমৃত্যুর সংখ্যা ১০৪৷ সে রাজ্যের কংগ্রেস সরকারকে তুলোধনা করছে বিজেপি৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পাশাপাশি সনিয়া গান্ধি, রাহুল গান্ধিদের ভূমিকা নিয়েও তীব্র কটাক্ষ করছে বিজেপি৷ এ হেন পরিস্থিতিতে হঠাত্‍ সমালোচনা ধেয়ে এল কংগ্রেসের অন্দর থেকেই৷ সমালোচক হলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইটল৷ কোটায় শিশুমৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে অশোক গেহলটকে একহাত নিলেন খোদ উপমুখ্যমন্ত্রীই৷
advertisement

advertisement

গত কয়েক দিনে কোটার জে কে হাসপাতালে একের পর এক শিশুর মৃত্যু ঘটেছে৷ ইতিমধ্যেই সংখ্যাটা ১০৪৷ মুখ্যমন্ত্রীর নিন্দা করে উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের কথায়, 'আগের সরকার কী করেছে, তা নিয়ে আলোচনা করা উচিত নয় এখন৷ আগের সরকারের উপর দায় চাপিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলা যায় না৷ আমাদের উচিত, বর্তমানে কী ঘটছে, সে দিকে লক্ষ রাখা৷'

advertisement

এই প্রথম কংগ্রেসেরই একজন নেতা, যিনি আবার রাজস্থানের উপমুখ্যমন্ত্রী, কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হলেন৷ সচিন পাইলের কথায়, 'এতুগিল শিশুর মৃত্যু হল৷ দায়িত্ব তো নিতেই হবে৷ বসুন্ধরাজি কিছু ভুল কাজ করেছিলেন, জনতা তাঁকে হারিয়ে দিয়ে শাস্তি দিয়েছে৷ কিন্তু এখন তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে৷ আমার মনে হয়, বিষয়টিকে আরও সংবেদনশীলতার সঙ্গে দেখা উচিত৷ ১৩মাস ক্ষমতায় থাকার পরে গত সরকারের ভুল কাজের সমালোচনা করার কোনও মানে হয় না৷ এই ভাবে যদি রোজ শিশুমৃত্যু হয়, বর্তমান সরকারের গত সরকারের আমলের মৃত্যুর কথা বলা ঠিক নয়৷'

advertisement

রাজস্থান সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ক্লিনচিট দিলেও , সংবাদ সংস্থা সূত্রে খবর, যে হাসপাতালে শিশুমৃত্যু হয়েছে সেই জে কে লনের অবস্থা বেহাল। বহু নেবুলাইজার অকেজো, কাজ করছে না শিশু বিভাগের ওয়ার্মারও। একটি ইনকিউবেটারে একাধিক শিশুকে রাখা হচ্ছে জায়গার অভাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Kota Infants' Death: কোটায় ১০৪ শিশু-মৃত্যুতে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন খোদ উপমুখ্যমন্ত্রীই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল