TRENDING:

Online Gaming: দরজা খুলে দিল পাঁচ বছরের মেয়ে, ভিতরে তখন বাবা-মা...! অনলাইন গেমিংয়ের নেশায় সর্বনাশ দম্পতির

Last Updated:

ভাইকে কোনও হঠকারী পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ওই তরুণের দিদি৷ সবাই মিলে চেষ্টা করে টাকা জোগাড় হয়ে যাবে বলেও ভাইকে আশ্বাস দেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোটা: অনলাইন গেমিংয়ে টাকা লাগানোর নেশা ধরে গিয়েছিল৷ আর সেই আসক্তিই কাল হল রাজস্থানের কোটার বাসিন্দা এক তরুণ দম্পতির৷ দেনার দায়ে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত একসঙ্গে আত্মঘাতী হলেন তাঁরা৷ নিজেদের পাঁচ বছরের শিশুকন্যাকে ফেলে রেখেই এমন চরম সিদ্ধান্ত নিলেন তাঁরা৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
advertisement

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কোটার বাসিন্দা দীপক রাঠোর তাঁর দিদিকে জানিয়েছিলেন, অনলাইন গেমিংয়ে টাকা লাগাতে গিয়ে তাঁদের চার থেকে পাঁচ লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছে৷ এই পরিস্থিতিতে আত্মহত্যা করা ছাড়া আর উপায় নেই তাঁর সামনে৷

আরও পড়ুন: উদ্ধার স্বামীর দেহ, এখনও নিখোঁজ স্ত্রী! মেঘালয়ে হনিমুনে গিয়ে সর্বনাশই হল ইন্দৌরের দম্পতির?

advertisement

যদিও ভাইকে কোনও হঠকারী পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ওই তরুণের দিদি৷ সবাই মিলে চেষ্টা করে টাকা জোগাড় হয়ে যাবে বলেও ভাইকে আশ্বাস দেন তিনি৷ যদিও এর একদিন পরই ঘরের ভিতর থেকে দীপক এবং তাঁর স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷

দীপকের বাবা সত্যনারায়ণ রাঠোর বাইরে থেকে ডাকাডাকি করলেও প্রথমে কেউ দরজা খোলেনি৷ শেষ পর্যন্ত দীপকে পাঁচ বছরের মেয়ে ভিতর থেকে দরজা খুলে দিলে দেখা যায়, ফ্যানের সঙ্গে ঝুলছেন দীপক এবং তাঁর স্ত্রী৷

advertisement

পুলিশ অবশ্য জানিয়েছে, শুধু গেম খেলতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়া নাকি ওই দম্পতির আত্মহত্যার পিছনে আরও কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে৷ জানা গিয়েছে, ছ বছর আগে ওই দম্পতির বিয়ে হয়েছিল৷

গত মাসেই বেটিং অ্যাপ-গুলি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে দায়ের হওয়া একটি মামলা খতিয়ে দেখতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট৷ ওই আবেদনে আরও দাবি করা হয়, এই ধরনের অনলাইন বেটিং অ্যাপ বা আর্থিক পুরস্কার জেতার টোপ দিয়ে চলা অ্যাপগুলিকে কড়া বিধিনিষেধের আওতায় আনতে একটি পরিপূর্ণ আইন পাস করা হোক৷ এই আবেদন গ্রহণ করার পর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত৷ তবে এখনই রাজ্যগুলিকে কোনও নোটিস দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

বাংলা খবর/ খবর/দেশ/
Online Gaming: দরজা খুলে দিল পাঁচ বছরের মেয়ে, ভিতরে তখন বাবা-মা...! অনলাইন গেমিংয়ের নেশায় সর্বনাশ দম্পতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল