রাজে জানিয়েছেন তাঁর রাজ্যে এই গণপিটুনির ঘটনা নতুন নয় । তিনি বলেছেন তিনি ভগবান নয় যে রাজ্যের সব প্রান্তে কী ঘটনা ঘটছে সব তিনি জানতে পারবেন । সারা বিশ্বেই এই ধরনের ঘটনা ঘটে থাকে। কেউ যদি প্রশ্ন তোলেন তিনি কেন কোনও পদক্ষেপ নিচ্ছেন না, সেটার উত্তর একটাই । রাত ১২টায় রাজস্থানের কোন প্রত্যন্ত গ্রামে গণপিটুনির ঘটনা ঘটছে সেটা জানতে গেলে ভগবানের চেয়েও বেশি ক্ষমতা থাকা প্রয়োজন ।
advertisement
আরও পড়ুন: দাদাগিরি বন্ধ করুন, শীর্ষ আদালতের নির্দেশে ক্ষমা চাইলেন বিজেপি কাউন্সিলর
আরও একধাপ এগিয়ে তিনি বলেছেন ক্রমবর্ধমান গণপিটুনির জন্য দায়ী জনবিস্ফোরণই । জনসংখ্যা বৃদ্ধি পাওয়া ফলে কমেছে কাজের সুযোগ । তাই হতাশা থেকেই এই ধরনের হিংসার আশ্রয় নিচ্ছে মানুষ। মানুষের চেপে রাখা ক্ষোভই এই ধরনের ঘটনার জন্ম দিচ্ছে ও গণপিটুনির ঘটনা শুধুমাত্র রাজস্থানে ঘটছে না, এমনটাই মত রাজের ।
যদিও রাজের এই অভিমতকে মানতে নারাজ রাজস্থানের আরও এক বিজেপি সাংসদ হরিশ মিনা । নিউজ ১৮ কে তিনি জানিয়েছেন এই ধরনের ঘটনা ঘটার পর দ্রুত পদক্ষেপ নেয়না রাজস্থান সরকার । একাধিকবার গণপিটুনির ঘটনা ঘটলেও যথেষ্ট পরিমাণ সাবধানতাও অবলম্বন করেনি রাজে সরকার ও তার ফলেই বেড়ে চলেছে হিংসামূলক ঘটনা ।
