TRENDING:

Rajasthan Assembly Election 2023: রাজস্থানের ‘যোগী’ বালকনাথ, নাকি বজায় থাকবে বসুন্ধরার রাজ, মরুরাজ্যে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?

Last Updated:

রাজস্থানে অন্যতম দলিত নেতা তথা কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও প্রধানমন্ত্রী মোদির খুবই পছন্দের৷ যদি অর্জুনকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়, তবে তিনি রাজস্থানের দ্বিতীয় দলিত মুখ্যমন্ত্রী হবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বজায় রইল ‘রাজস্থানের রেওয়াজ’৷ প্রতি পাঁচ বছরে সরকার বদলে ফেলার যে ধারা গত ২৫ বছর ধরে রেখেছিলেন রাজস্থানের সাধারণ মানুষ, তা বজায় রইল তেইশের বিধানসভা নির্বাচনেও৷ কংগ্রেসের অশোক গেহলটের সরকারের হাত থেকে রাজস্থান যেতে চলেছে গেরুয়া বাহিনীর হাতে৷ শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, রাজস্থানে ১৯৯টি আসনের মধ্যে ১১১টিতেই জিতছে বিজেপি৷ ৭১টি কংগ্রেস এবং ১৭টি অন্যান্য৷
advertisement

কিন্তু, বিজেপির সরকার গড়ার সম্ভাবনা সামনে আসতেই ক্রমশই বড় হচ্ছে একটা প্রশ্ন৷ তাহলে রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন?

কারণ, এই বিধানসভা ভোটে রাজস্থানে নির্দিষ্ট কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রাখেনি বিজেপি৷ এর পিছনে কিছু কৌশলগত কারণও ছিল হয়ত৷ তবে মূল কারণ অবশ্যই ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজস্থানের দু’বারের মুখ্যমন্ত্রী তথা রাজ পরিবারের সদস্য বসুন্ধরা রাজের দূরত্ব৷

advertisement

বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় ছিল না ‘ঢোলপুরের মহারানি’র নাম৷ এমনকি, দলের অন্দরেই বিদ্রোহের সম্ভাবনা তৈরি হয়েছিল। পরে অবশ্য তাঁকে টিকিট দেয় তাঁর দল। তবে বাদ পড়েন তাঁর অন্তত ২৪ জন অনুগামী৷ তাঁদের মধ্যে অনেকে নির্দল হিসাবেও দাঁড়িয়েছেন অনেকে৷ ভোটের আগেই জল্পনা ছিল, ক্ষমতায় ফিরলেও হয়ত বসুন্ধরা রাজেকে আর মুখ্যমন্ত্রী না-ও করতে পারে বিজেপি৷

advertisement

আরও পড়ুন:‘লক্ষ্মীর ভাণ্ডারে’র কায়দায় ‘লাডলি বহেন’! মমতার পথে হেঁটেই মধ্যপ্রদেশে বাজিমাত বিজেপির?

তবে, বসুন্ধরা রাজেকে একেবারে অস্বীকার করার জায়গাতেও নেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ কারণ, আর মাত্র ৬ মাসের মধ্যেই লোকসভা নির্বাচন৷ আর রাজস্থানের ২৫টি লোকসভা আসনের বিজেপির ঝুলিতে কতগুলো আসবে, তার অনেকটাই নির্ভর করবে সে রাজ্যে বিজেপির মুখের উপরে৷ তার উপরে জাতিগত সমীকরণ তো রয়েছেই৷ মারাঠা রাজপরিবারের সদস্য, পরবর্তীকালে জাঠ রাজ পরিবারের রানি৷ বসুন্ধরা সেক্ষেত্রে, রাজস্থানের জাতি রাজনীতির ভারসাম্য বজায় রাখতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে৷ প্রসঙ্গত, ঝালরপাটন কেন্দ্র থেকে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বসুন্ধরা৷

advertisement

বসুন্ধরা ছাড়া, আর যাঁরা মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম কেন্দ্রীয়মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, মহন্ত বালকনাথ, দিয়া কুমারি, অর্জুন রাম মেঘওয়াল, রাজেন্দ্র রাঠৌর, সতীশ পুনিয়া৷

আরও পড়ুন: দিনের শুরুতেই কি রাজস্থানে পালা বদলের ইঙ্গিত? বেশ অনেকটাই এগিয়ে বসুন্ধরার বিজেপি

রাজস্থানের এবারের বিধানসভা নির্বাচনে হঠাৎ করেই যে নাম আলোচনায় উঠে এসেছে, তাঁর নাম মহন্ত বালকনাথ৷ বছর চল্লিশের আলোয়াড়ের সাংসদের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তুলনা করেছেন অনেকে৷ এমনকি, ভোটের প্রচারকালে ‘রাজস্থান কী যোগী’ বলেও পরিচিতি পেয়েছেন তিনি৷ তিজারা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বালকনাথ৷

advertisement

রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে জোধপুরের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে বেশ পছন্দ মোদি, শাহ, নাড্ডার৷ কিন্তু, গজেন্দ্র সিং-কে মুখ্যমন্ত্রী করার বিষয়ে একটা সমস্যাও রয়েছে৷ শেখাওয়াত জাতিতে রাজপুত৷ তাই কোনও রাজপুতকে মুখ্যমন্ত্রী করলে তা জাঠ সম্প্রদায় ক্ষুণ্ণ হতে পারে।

জয়পুরের বিদ্যাধর নগর থেকে যখন দিয়া কুমারীকে যখন টিকিট দিয়েছিল বিজেপি, তখন রাজস্থান রাজনীতিতে কিন্তু বেশ আলোড়ন তৈরি হয়েছিল৷ কারণ ছিল মূলত, দু’টি৷ এক, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা ভৈরব সিং শেখাওয়াতের জামইকে সরিয়ে টিকিট পেয়েছিলেন তিনি৷ আর, দ্বিতীয়, দিয়া কুমারীকেই বসুন্ধরা রাজের বিকল্প হিসাবে ভাবছে বিজেপি৷ যদিও অভিজ্ঞতার নিরিখে দিয়া কুমারী যথেষ্টই নবীন৷ ৬ মাসের মধ্যেই যেখানে লোকসভা নির্বাচন, সেখানে এই ঝুঁকি বিজেপি আদৌ নিতে চাইবে কি না, সেটাই প্রশ্ন৷

রাজস্থানে অন্যতম দলিত নেতা তথা কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও প্রধানমন্ত্রী মোদির খুবই পছন্দের৷ যদি অর্জুনকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়, তবে তিনি রাজস্থানের দ্বিতীয় দলিত মুখ্যমন্ত্রী হবেন৷

এছাড়াও, রয়েছেন, বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠৌর৷ রাজস্থানের অন্যতম প্রবীণ নেতা রাজপুত সম্প্রদায়ের ঘনিষ্ঠ হিসাবে বিশেষ পরিচিত৷ রাজস্থান রাজনীতির অন্দরে অনেকেই স্বীকার করবেন, প্রশাসনের ঘাঁতঘোঁত তিনি বসুন্ধরা রাজের চেয়েও বেশি জানেন৷ তবে, এখানেও কাঁটা আছে একটা৷ রাজেন্দ্র রাঠৌরের আরএসএস ব্যাকগ্রাউন্ড নেই৷ জনতা দল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন এককালে৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

রাজস্থান বিজেপির প্রাক্তন প্রধান সতীশ পুনিয়াও রয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে৷ রাজস্থান বিজেপির জাঠ প্রতিনিধি হওয়াই তাঁর মূল অস্ত্র৷ কারণ, রাজস্থান তো বটেই আগামী লোকসভা ভোটে হরিয়াণা, উত্তরপ্রদেশ এবং দিল্লির জাঠ ভোটব্যাঙ্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে৷ কিন্তু, সমস্যা হচ্ছে, বসুন্ধরা রাজের সঙ্গে পুনিয়ার আদায়-কাঁচকলায় সম্পর্ক৷ তাই, পুনিয়াকে মুখ্যমন্ত্রী করলে বসুন্ধরা শিবিরে তীব্র বিদ্রোহের সম্ভাবনা থাকবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Assembly Election 2023: রাজস্থানের ‘যোগী’ বালকনাথ, নাকি বজায় থাকবে বসুন্ধরার রাজ, মরুরাজ্যে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল