আজমির- 37.86%,
আলওয়ার- 42.23%
বাঁশওয়াড়া – 42.44%
বারান – 45.75%
advertisement
বারমের- 39.05%
ভরতপুর- 40.89%
ভিলওয়াড়া- 39.74%
বিকানের- 39.39%
বুন্দি- 41.21%,
চিত্তৌড়গড়- 40.96%
চুরু- 40.66%
দৌসা- 37.28%
ধোলপুর- 46.30%
ডুঙ্গারপুর- 38.73%
গঙ্গানগর- 43.29%
হনুমানগড়- 44.68%
জয়পুর- 40.32%
জয়সলমীর- 45.13%
জালোর- 38.04%
ঝালাওয়ার- 45.38%
যোধপুর – 37.68%
করৌলি- 39.12%
কোটা- 42.55%
নাগৌর- 38.69%
পালি- 36.75%
প্রতাপগড়- 43.15%
রাজসামন্দ- 39.91%
উদয়পুর- 37.60%
ইতিহাস বলছে, বুথফেরত সমীক্ষা অনেক সময়েই মেলে না। তবে সমীক্ষা মিলেছে এমন উদাহরণও কিন্তু আছে। রাজস্থানে ধারাবাহিকতা বজায় থাকবে? নাকি উল্টে যাবে পাশা? পরীক্ষা আজ। ফল জানা যাবে আগামী ৩ ডিসেম্বর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
৩৮ বছর ধরে মরুরাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতার রদবদল হয়েছে। সেই হিসাব অনুযায়ী এ বার কংগ্রেসকে সরিয়ে বিজেপির ক্ষমতায় আসার কথা। ভোট ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা ও রাজনাথ সিংরা। কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু লোকসভা নির্বাচনের আগে দুশ্চিন্তা বাড়াবে মোদি- শাহের। শনিবার ২০০ আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হবে এক দফাতেই। ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী অশোক গেহলট, শচীন পাইলট, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মতো হেভিওয়েটদের।
Assembly Elections Result (বিধানসভা নির্বাচনের ফলাফল) 2023 LIVE Updates
আরও পড়ুন, ‘একুশে জুলাইয়ের সভাও বন্ধ করে দেব!’ কেন হুঁশিয়ারি দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি?
আরও পড়ুন, কাউন্সেলিং প্রক্রিয়ায় ক্রমশই বেড়ে চলেছে অনুপস্থিতির সংখ্যা, উদ্বিগ্ন স্কুল সার্ভিস কমিশন
ভোটের মাঝে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পোলিং এজেন্টের। কোন দলের হয়ে তিনি কাজ করছিলেন, তা এখনও স্পষ্ট নয়।