TRENDING:

মনমোহন-আমলেও ৩ বার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, হঠাত্‍‌ দাবি রাহুলের

Last Updated:

রাজস্থানে নির্বাচনের প্রাক্কালে রাহুলের দাবি, সার্জিক্যাল স্ট্রাইক মনমোহন সিং-এর আমলেও হয়েছিল৷ একবার নয়, তিন বার৷ কিন্ত‌ু সেনার পরামর্শেই বিষয়টিকে গোপন রাখা হয়৷ অর্থাত্‍‌ রাহুল বকলমে স্বীকার করলেন, ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উদয়পুর: ২০১৬ সালের ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় প্রতিটি নির্বাচনী সভায় কংগ্রেসকে খোঁচা দিচ্ছেন, তখন সেই সার্জিক্যাল স্ট্রাইককেই পাল্টা হাতিয়ার করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ রাজস্থানে নির্বাচনের প্রাক্কালে রাহুলের দাবি, সার্জিক্যাল স্ট্রাইক মনমোহন সিং-এর আমলেও হয়েছিল৷ একবার নয়, তিন বার৷ কিন্ত‌ু সেনার পরামর্শেই বিষয়টিকে গোপন রাখা হয়৷ অর্থাত্‍‌ রাহুল বকলমে স্বীকার করলেন, ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল৷
advertisement

উদয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, 'আপনারা জানেন না হয়তো, নরেন্দ্র মোদির মতো প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও সার্জিক্যাল স্ট্রাইকের ছাড়পত্র দিয়েছিলেন৷ পাকিস্তানকে জবাব দিতে ৩ বার সার্জিক্যাল স্ট্রাইক করেছিল সেনা৷ কিন্ত‌ু সেনা চেয়েছিল, এই হামলার বিষয়টি গোপন রাখতে, তাদের নিজেদের জন্য৷ মোদিজি আসলে দেশের সেনা সম্পদকেও রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করছেন৷'

advertisement

আরও ভিডিও: দেখুন ২০১৬-এ সার্জিক্যাল স্ট্রাইক যখন হল, বিশেষ ফুটেজ

মধ্যপ্রদেশে হার নিশ্চিত বুঝে হঠাত্‍‌ নরেন্দ্র মোদি সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুললেন৷ মানুষের নজর ঘোরাতে৷ তাঁর কথায়, 'সার্জিক্যাল স্ট্রাইক সম্পূর্ণ ভাবেই সেনার সিদ্ধান্ত৷ মোদিজি সেনার অন্দরে ঢুকে সেনার সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন৷ সার্জিক্যাল স্ট্রাইক গোপন রাখলেই লাভজনক হত৷ কিন্ত‌ু প্রধানমন্ত্রী তা চাননি৷ উত্তরপ্রদেশে ভোটে জেতার জন্য মোদিজি সেনাকেই ব্যবহার করেন রাজনৈতিক উদ্দেশ্যে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রাহুলের কটাক্ষ, 'প্রধানমন্ত্রী মনে করেন, সেনার কাজকর্ম সেনার চেয়ে তিনি ভালো জানেন৷ বিদেশমন্ত্রকও তিনি বিদেশমন্ত্রীর চেয়ে ভালো বোঝেন, কৃষি মন্ত্রকও তিনি কৃষিমন্ত্রীর চেয়ে ভালো বোঝেন৷ কারণ, তিনি মনে করেন, তিনি সবজান্তা৷'

বাংলা খবর/ খবর/দেশ/
মনমোহন-আমলেও ৩ বার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, হঠাত্‍‌ দাবি রাহুলের