উদয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, 'আপনারা জানেন না হয়তো, নরেন্দ্র মোদির মতো প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও সার্জিক্যাল স্ট্রাইকের ছাড়পত্র দিয়েছিলেন৷ পাকিস্তানকে জবাব দিতে ৩ বার সার্জিক্যাল স্ট্রাইক করেছিল সেনা৷ কিন্তু সেনা চেয়েছিল, এই হামলার বিষয়টি গোপন রাখতে, তাদের নিজেদের জন্য৷ মোদিজি আসলে দেশের সেনা সম্পদকেও রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করছেন৷'
advertisement
আরও ভিডিও: দেখুন ২০১৬-এ সার্জিক্যাল স্ট্রাইক যখন হল, বিশেষ ফুটেজ
মধ্যপ্রদেশে হার নিশ্চিত বুঝে হঠাত্ নরেন্দ্র মোদি সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুললেন৷ মানুষের নজর ঘোরাতে৷ তাঁর কথায়, 'সার্জিক্যাল স্ট্রাইক সম্পূর্ণ ভাবেই সেনার সিদ্ধান্ত৷ মোদিজি সেনার অন্দরে ঢুকে সেনার সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন৷ সার্জিক্যাল স্ট্রাইক গোপন রাখলেই লাভজনক হত৷ কিন্তু প্রধানমন্ত্রী তা চাননি৷ উত্তরপ্রদেশে ভোটে জেতার জন্য মোদিজি সেনাকেই ব্যবহার করেন রাজনৈতিক উদ্দেশ্যে৷'
রাহুলের কটাক্ষ, 'প্রধানমন্ত্রী মনে করেন, সেনার কাজকর্ম সেনার চেয়ে তিনি ভালো জানেন৷ বিদেশমন্ত্রকও তিনি বিদেশমন্ত্রীর চেয়ে ভালো বোঝেন, কৃষি মন্ত্রকও তিনি কৃষিমন্ত্রীর চেয়ে ভালো বোঝেন৷ কারণ, তিনি মনে করেন, তিনি সবজান্তা৷'