TRENDING:

Indian Railways Luggage Rule: ওজন করা হবে ব্যাগ-স্যুটকেস, বিমানবন্দরের মতোই নিয়ম এবার স্টেশনেও? বড় সিদ্ধান্ত নিল রেল

Last Updated:

ত্তর মধ্য রেলের প্রয়াগরাজ সহ সুবেদারগঞ্জ, কানপুর সেন্ট্রাল, মির্জাপুর, আলিগড় জংশন, এটাহ-র মতো বেশ কিছু স্টেশনে এই নিয়ম কার্যকর করার পরিকল্পনা নিয়েছে রেল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিমানের মতো এবার রেল যাত্রার ক্ষেত্রেও অনুমোদিত সীমার অতিরিক্ত মাল নিলে জরিমানা দিতে হবে যাত্রীদের৷ এমনই পরিকল্পনা করেছে ভারতীয় রেল৷ দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, অদূর ভবিষ্যতে বিমানবন্দরের মতো রেল স্টেশনেও প্রবেশের সময় নিজেদের সঙ্গে থাকা মাল ওজন করাতে হবে যাত্রীদের৷ নির্ধারিত সীমার অতিরিক্ত ওজন হলেই মালপত্রের জন্য জরিমানা আদায় করবে রেল৷ এমন কি, নির্ধারিত ওজন সীমা না পেরোলেও যদি কোনও যাত্রী খুব বড়সড় মাপের জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রেও জরিমানা গুনতে হবে৷
রেলেও এবার বিমানযাত্রার মতো ওজন বিধি৷
রেলেও এবার বিমানযাত্রার মতো ওজন বিধি৷
advertisement

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, অদূর ভবিষ্যতে দেশের বড় এবং ব্যস্ত স্টেশনগুলিকে বিমানবন্দরের মতোই গড়ে তুলতে চায় রেল৷ সেখানে বিমানবন্দরের মতোই যাবতীয় স্বাচ্ছন্দ্য পাবেন যাত্রীরা৷

সূত্রের খবর, ট্রেনের শ্রেণি অনুযায়ী যাত্রীদের সঙ্গে কতটা মালপত্র নেওয়া যাবে, তার ওজন নির্ধারণ করা হবে৷ এসি প্রথম শ্রেণির ক্ষেত্রে ৭০ কেজি, এসি টু টায়ারের ক্ষেত্রে ৫০ কেজি, এসি থ্রি টায়ারের ক্ষেত্রে ৪০ কেজি এবং স্লিপার ক্লাসের ক্ষেত্রে ৩৫ কেজি ওজনের মালপত্র সঙ্গে নিতে পারবেন যাত্রীরা৷ ওজন সীমার মধ্যে থাকলেও অতিরিক্ত জায়গা দখল করে অসুবিধার সৃষ্টি করে, এমন মালপত্র নিলেও জরিমানা দিতে হবে যাত্রীদের৷

advertisement

প্রয়াগরাজ ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ডিভিশনাল ম্যানেজার হিমাংশু শুক্লা জানিয়েছেন, দূরপাল্লার যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক যাত্রা দিতেই মালপত্র নিয়ে কঠোর হচ্ছে রেল৷

উত্তর মধ্য রেলের প্রয়াগরাজ সহ সুবেদারগঞ্জ, কানপুর সেন্ট্রাল, মির্জাপুর, আলিগড় জংশন, এটাহ-র মতো বেশ কিছু স্টেশনে এই নিয়ম কার্যকর করার পরিকল্পনা নিয়েছে রেল৷ এই স্টেশনগুলিতে প্ল্যাটফর্মে প্রবেশের আগেই নিজেদের সঙ্গে থাকা মাল ওজন করাতে হবে যাত্রীদের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

অমৃত ভারত প্রকল্পে প্রয়াগরাজ স্টেশনকে বিমানবন্দরের মতোই ঝা চকচকে করে গড়ে তুলছে রেল৷ ৯৬০ কোটি টাকা ব্যয়ে প্রায় দশতলা কমপ্লেক্স তৈরি করা হচ্ছে৷ সেখানে বড়সড় ওয়েটিং লাউঞ্জ, হাই স্পিড ওয়াই ফাই, স্বয়ংক্রিয় টিকিট কাটার যন্ত্র সহ বিভিন্ন পরিষেবা পাবেন যাত্রীরা৷

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways Luggage Rule: ওজন করা হবে ব্যাগ-স্যুটকেস, বিমানবন্দরের মতোই নিয়ম এবার স্টেশনেও? বড় সিদ্ধান্ত নিল রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল