ওই রিপোর্টে দাবি করা হয়েছে, অদূর ভবিষ্যতে দেশের বড় এবং ব্যস্ত স্টেশনগুলিকে বিমানবন্দরের মতোই গড়ে তুলতে চায় রেল৷ সেখানে বিমানবন্দরের মতোই যাবতীয় স্বাচ্ছন্দ্য পাবেন যাত্রীরা৷
সূত্রের খবর, ট্রেনের শ্রেণি অনুযায়ী যাত্রীদের সঙ্গে কতটা মালপত্র নেওয়া যাবে, তার ওজন নির্ধারণ করা হবে৷ এসি প্রথম শ্রেণির ক্ষেত্রে ৭০ কেজি, এসি টু টায়ারের ক্ষেত্রে ৫০ কেজি, এসি থ্রি টায়ারের ক্ষেত্রে ৪০ কেজি এবং স্লিপার ক্লাসের ক্ষেত্রে ৩৫ কেজি ওজনের মালপত্র সঙ্গে নিতে পারবেন যাত্রীরা৷ ওজন সীমার মধ্যে থাকলেও অতিরিক্ত জায়গা দখল করে অসুবিধার সৃষ্টি করে, এমন মালপত্র নিলেও জরিমানা দিতে হবে যাত্রীদের৷
advertisement
প্রয়াগরাজ ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ডিভিশনাল ম্যানেজার হিমাংশু শুক্লা জানিয়েছেন, দূরপাল্লার যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক যাত্রা দিতেই মালপত্র নিয়ে কঠোর হচ্ছে রেল৷
উত্তর মধ্য রেলের প্রয়াগরাজ সহ সুবেদারগঞ্জ, কানপুর সেন্ট্রাল, মির্জাপুর, আলিগড় জংশন, এটাহ-র মতো বেশ কিছু স্টেশনে এই নিয়ম কার্যকর করার পরিকল্পনা নিয়েছে রেল৷ এই স্টেশনগুলিতে প্ল্যাটফর্মে প্রবেশের আগেই নিজেদের সঙ্গে থাকা মাল ওজন করাতে হবে যাত্রীদের৷
অমৃত ভারত প্রকল্পে প্রয়াগরাজ স্টেশনকে বিমানবন্দরের মতোই ঝা চকচকে করে গড়ে তুলছে রেল৷ ৯৬০ কোটি টাকা ব্যয়ে প্রায় দশতলা কমপ্লেক্স তৈরি করা হচ্ছে৷ সেখানে বড়সড় ওয়েটিং লাউঞ্জ, হাই স্পিড ওয়াই ফাই, স্বয়ংক্রিয় টিকিট কাটার যন্ত্র সহ বিভিন্ন পরিষেবা পাবেন যাত্রীরা৷