সবলগড়ে রেলের জমির উপরেই একটি বজরংবলির মন্দির রয়েছে৷ জমি জবরদখলের অভিযোগ করে সম্প্রতি সেই মন্দিরের গায়েই একটি নোটিস সাঁটিয়ে দিয়ে যান রেল কর্মীরা৷ তাতে দেখা যায়, যেহেতু ওটি হনুমান মন্দির, তাই বজরংবলির নাম করেই নোটিসটি পাঠানো হয়েছে!গত ৮ ফেব্রুয়ারি দেওয়া ওই নোটিসে রেলের পক্ষ থেকে বজরংবলিকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জবরদখল করা জমি ছেড়ে না দিলে কড়া আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে৷ আর রেল যদি ওই জবরদখল হওয়া জায়গা খালি করে, তাহলে সেই খরচও দিতে হবে বজরংবলিকেই৷
advertisement
আরও পড়ুন: লেভেল ক্রসিংয়ে ভোগান্তির দিন শেষ, এই জেলায় তৈরি হবে একাধিক ওভারব্রিজ
রেলের এই আজব নোটিসের ছবি এবং খবর ভাইরাল হতে সময় লাগেনি৷ বিষয়টি রেল কর্তৃপক্ষেরও নজরে আসে৷ নিজেদের ভুল বুঝতে পারেন তারা৷ এর পরেই ওই নোটিস সরিয়ে নেওয়া হয়৷ ঝাঁসি ডিভিশনের রেলের জনসংযোগ আধিকারিক মনোজ মাথুর জানিয়েছেন, ওই মন্দিরের পুরোহিতকে উদ্দেশ্য করে এবার নতুন নোটিস পাঠানো হয়েছে৷ প্রথম নোটিসটি সবলগড়ের বজরংবলিকে উদ্দেশ্য করে পাঠিয়েছিলেন ঝাঁসি ডিভিশনের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার।
রেল পক্ষ থেকে জানানো হয়েছে, ওই জায়গা দিয়েই শেওপুর- গ্বালিয়র ব্রডগেজ লাইন বসানোর কাজ হবে। সেই কারণেই জবরদখল হওয়া জমি ছেড়ে দিতে বলেছে রেল। ভুল সংশোধন করে গত !0 ফেব্রুয়ারি মন্দিরের পুরোহিত হরিশঙ্কর শর্মার নামে নতুন নোটিস পাঠায় রেল।