পরীক্ষার ফি ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতীয় রেলওয়ের এমন পদক্ষেপের পিছনে পীযূষ গোয়েল জানিয়েছেন, পরীক্ষার আয়োজন করতে রেলের বহু টাকা খরচ হয় ৷ কিন্তু অনেক সময় দেখা যায় পরীক্ষার ফি কম হওয়ায় বহু লোক আবেদনের করলেও পরীক্ষায় তার অর্ধেকও উপস্থিত হন না ৷ ফলে পরীক্ষার আয়োজনে আবেদনকারীর সংখ্যা অনুযায়ী প্রশ্নপত্র, উত্তরপত্র , অ্যাডমিট কার্ড ছাপানো বা তৈরির অনেক টাকা বাজে খরচ হয় ৷ পরীক্ষার্থীদের এই প্রবণতা বন্ধ করতেই চলতি বছরে রেলওয়েতে আবেদনের ফি আগের থেকে বাড়ানো হয়েছে ৷
advertisement
রেলে যেকোনও শূন্যপদে আবেদনের জন্য এসটি, এসসি ও ওবিসি প্রার্থীদের জন্য ২৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে ৷ অন্যদিকে সাধারণ প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা ৷ রেলমন্ত্রী জানিয়েছেন, নির্ধারিত পরীক্ষার দিন হাজির হলেই ফি ফেরত পেয়ে যাবেন আবেদনকারীরা ৷ এসটি, এসসি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে পুরো ফর্ম ফিলাপের খরচই ফিরিয়ে দেওয়া হবে ৷ সাধারণ প্রার্থীদের ৪০০ টাকা করে ফেরত দেবে ভারতীয় রেল কর্তৃপক্ষ ৷
রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ৯০ হাজার গ্রুপ সি-এর শূন্য পদে কর্মী নিয়োগ করবে রেল ৷ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, বিজ্ঞপ্তি অনুযায়ী গেটম্যন, পোর্টার, পয়েন্টম্যান, ট্র্যাক মেন্টেনার, হেল্পার এবং টেকনিশিয়ান-এর বিপুল শূন্যপদে গোটা দেশের বিভিন্ন জোনে চলবে কর্মী নিয়োগ প্রক্রিয়া ৷
রেলে চলছে প্রায় লক্ষাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, আবেদনের আগে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন
এছাড়া গ্রুপ ডি পদের জন্য ৬২৯০৭টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিম্যান, শানটার, ওয়েলডার, ফিটার, পোর্টার, হেল্পার, গ্যাংম্যান, কেবিনম্যান সহ মোট ষোলোটি বিভাগে কর্মী নিয়োগ হবে।
শুধু এটাই নয়। প্রত্যেক রাজ্যের পরীক্ষার্থীদের জন্যও রয়েছে সুখবর। রেলের এই দু’টি গ্রুপের ক্ষেত্রেই এবার বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা দেওয়া যাবে। ফলে ইংরেজি ও হিন্দি ছাড়াও বাংলা, মালয়লাম, তামিল, কন্নড়, ওড়িয়া, তেলেগু এবং অন্যান্য আঞ্চলিক ভাষাতেও এবার রেলের পরীক্ষা দেওয়া যাবে ৷