TRENDING:

Railway News: বড় খবর! লোকো পাইলটদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

Last Updated:

Railway News: লোকো পাইলটদের কাজের অবস্থা আরও উন্নত করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ৬ (ছয়)টি ডব্লিউএজি-৯এইচসি ক্লাস লোকোমোটিভে উদ্ধাবনীমূলক জলবিহীন ইউরিনাল স্থাপনের দ্বারা এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লোকো পাইলটদের কাজের অবস্থা আরও উন্নত করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ৬ (ছয়)টি ডব্লিউএজি-৯এইচসি ক্লাস লোকোমোটিভে উদ্ধাবনীমূলক জলবিহীন ইউরিনাল স্থাপনের দ্বারা এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপটি লোকো পাইলটদের কাজের অবস্থা উন্নত করতে সাহায্য করবে। প্রাথমিকভাবে সম্পদ সংরক্ষণ, সুবিধা এবং ট্রেন পরিচালনের সময় সুরক্ষা বৃদ্ধির উদ্দেশ্যে মালদা টাউন (এমএলডিটি)-এর ইলেকট্রিক লোকো শেডে জলবিহীন ইউরিনাল স্থাপন করা হয়েছে।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ সবুজ হালুয়ার উপর সাজানো অতিকায় লঙ্কা, বিয়েবাড়িতে মিষ্টিমুখ করতে গিয়ে ভিরমি খেলেন অতিথিরা; অনলাইনে ভাইরাল ‘মির্চি কা হালওয়া’

প্রায়ই ৭-৮ ঘণ্টার জন্য ক্রমাগতভাবে কাজ করে যাওয়া পণ্যবাহী ট্রেনের লোকো পাইলটদের জন্য এর আগে লোকোমোটিভের মধ্যে শৌচালয়ের কোনও ব্যবস্থা ছিল না। এর ফলে অনির্ধারিত স্টপেজের উপর নির্ভরশীল হতে তাঁরা বাধ্য হয়েছিলেন, যা ট্রেনের সুরক্ষিত পরিচালন ও সময়ানুবর্তিতার ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব বিস্তার করতে পারত।

advertisement

জলবিহীন ইউরিনালে এমন একটি যান্ত্রিক শুষ্কতার বৈশিষ্ট্য রয়েছে, যা জলের প্রয়োজনীয়তা দূর করে, স্বাস্থ্যবিধি বজায় রাখার পাশাপাশি দুর্গন্ধ প্রতিরোধ করে। এগুলি একাধিক আধুনিক বৈশিষ্ট্যের সাথে সজ্জিত, যাতে অন্তর্ভুক্ত রয়েছে স্টেনলেস স্টিল ওয়্যার মেশ লাগানো ইপক্সি-কোটেড দুর্গন্ধহীন ইউনিসেক্স ডিজাইন, একটি পারফিউম ডিসপেন্সার এবং ইউরিনাল ম্যাট। এই ইউরিনালগুলিতে স্থানের উপর ভিত্তি করে অটোমেটিক এলইডি লাইট ও এগজস্ট ফ্যান চালানোর জন্য একটি মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক ব্যবস্থা, একটি অটো-সেন্সর ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার এবং একটি ইউভি-কন্ট্রোলড বীজাণুনাশক ব্যবস্থাও রয়েছে। এই পদ্ধতির এক মূল সুরক্ষামূলক বৈশিষ্ট্য হলো যখন ট্রেনটি থেমে থাকে এবং লোকোমোটিভ ব্রেক প্রয়োগ করা হয় তখনই শুধু প্রস্রাবাগারটি ব্যবহার করা যাবে, পরিচালনার সময় উচ্চস্তরীয় সুরক্ষা নিশ্চিত করা হয়। এর ফলে যে কোনও সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ হয়।

advertisement

আরও পড়ুন: গাদা গাদা Vitamin-এর ট্যাবলেট-ক্যাপসুল খাওয়া ছেড়ে ২০ টাকার এই পাতা রোজ খান! মিরাকেল হবে শরীরে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মালদা টাউন লোকো শেডের অধীনে পর্যায়ক্রমিকভাবে আরও ৫০টি লোকোমোটিভে আসন্ন মাসগুলিতে এই সুবিধা স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। এই উন্নয়ন দীর্ঘ সময়ের কর্তব্য পালনের সময় লোকো পাইলটদের সুবিধা ও আরাম বৃদ্ধি করার পাশাপাশি জলের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাস করে স্থিতিশীল প্রচেষ্টার প্রতি অবদানও যুগিয়েছে। এর দ্বারা রেলওয়ে ব্যবস্থার মধ্যে সবুজ উদ্যোগের ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করা গেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Railway News: বড় খবর! লোকো পাইলটদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল