পূর্ব মধ্য রেলের জেনারেল ম্যানেজার নিজেই ঘটনাস্থলে যাওয়ার পর এ কথা জানিয়েছেন৷ তবে করমণ্ডল এক্সপ্রেসের বিপর্যয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, তার কারণ অবশ্য স্পষ্ট করতে পারেনি রেল৷
advertisement
ইতিমধ্যেই এই দুর্ঘটনায় চার জন যাত্রীর মৃত্যুর কথাও স্বীকার করে নিয়েছেন রেলের ওই উচ্চপদস্থ কর্তা৷ আহত যাত্রীদের সংখ্যাও ১০০ ছুঁয়েছে৷ তবে রাতেই রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, উদ্ধারকাজ শেষ করা সম্ভব হয়েছে৷ সব কামরায় তল্লাশিও সমাপ্ত হয়েছে৷ আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁঁছে দিতে বিকল্প ট্রেনও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে৷
একই সঙ্গে রেল মন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হলেই রেল লাইনের মেরামতি কাজ শুরু হবে৷ তার পরেই ফের ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে৷
যদিও রেলমন্ত্রীর এক্স হ্যান্ডেলেই সরাসরি অনেকে প্রশ্ন করেছেন, কেন বার বার এমন দুর্ঘটনা ঘটছে ভারতীয় রেলে? অশ্বিনী বৈষ্ণব অবশ্য লিখেছেন, অপূরণীয় এই ক্ষতিতে আমার সমবেদনা জানাই৷ কীভাবে ট্রেন বেলাইন হল, ঘটনার মূলে গিয়ে তার কারণ খুঁজে বের করা হবে৷
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন