TRENDING:

বায়ো টয়লেট থেকে বেবি ফুড, সবই এবার রেল সফরে

Last Updated:

রেল বাজেটে গুরুত্ব যাত্রী পরিষেবায় ৷ রেলমন্ত্রী সুরেশ প্রভু তাঁর দ্বিতীয় রেল বাজেটেই জোর ভিশন ২০-২০-তে ৷ বায়ো টয়লেট থেকে শুরু করে সময়ে ট্রেন টালানোর অঙ্গীকার ৷ এক বাজেট প্রতিশ্রুতির সঙ্গে রয়েছে পরিকল্পনা রূপায়নে বরাদ্দ বৃদ্ধি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  রেল বাজেটে গুরুত্ব যাত্রী পরিষেবায় ৷ রেলমন্ত্রী সুরেশ প্রভু তাঁর দ্বিতীয় রেল বাজেটেই জোর  ভিশন ২০-২০-তে ৷ বায়ো টয়লেট থেকে শুরু করে সময়ে ট্রেন টালানোর অঙ্গীকার ৷ এক বাজেট প্রতিশ্রুতির সঙ্গে রয়েছে পরিকল্পনা রূপায়নে বরাদ্দ বৃদ্ধি ৷ ‘ভিশন ২০-২০’-তে রয়েছে বেশ কয়েকটা জিনিস ৷ সেগুলি হল- ১.  প্রথমে ডিব্রুগড়-রাজধানী এক্সপ্রেসে বায়ো টয়লেট তৈরি হলেও ২০২০-র মধ্যে সব ট্রেনেই বায়ো টয়লেটের ব্যবস্থা ২. ২০ সালের মধ্যে সব লেভেল ক্রসিংয়ে প্রহরী ৩. ২০ সালের মধ্যে চাওয়ামাত্রই যাত্রীদের জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করা ৪. ২০২০ মধ্যেই সব বড় প্রকল্প শেষ করা এবং ৫. ৯৫ শতাংশ ট্রেন সময়ের মধ্যে চালানোর উদ্যোগ ৷
advertisement

তবে ২০২০ তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা ৷ এবছর থেকেই যে সমস্ত সুবিধা গুলি যাত্রীরা ভোগ করতে পারবেন, সেগুলি হল-- ১. অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধা বাড়ানো হচ্ছে ৷ এবার থেকে টিকিট বাতিলও হবে অনলাইনেই ৷ পাশাপাশি টিকিট বাতিল করা যাবে অ্যাপসেও ৷ ২. নির্দিষ্ট কিছু ট্রেনের জন্য বার কোডের টিকিট ৩. রেলের জেনারেল কামরাতেও মোবাইল চার্জের সুবিধা ৪. ডিব্রুগড়-রাজধানীর (ভ্যাকুয়াম বায়ো-টয়লেট) পাশাপাশি বায়ো-টয়লেট আরও ৭৪টি ট্রেনে পাওয়া যাবে ৫. প্রতি কামরায় বয়স্কদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ ৬. ১৩৯ নম্বরে ফোন করে টিকিট বাতিলের সুবিধা ৭. বাজেটে খাবারের মান বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে ৷ নির্দিষ্ট স্টেশনে বেবি ফুড ও গরম জলের ব্যবস্থা ৮.বিনোদনে এফএম রেডিও শোনার সুবিধে ৯. IRCTC থেকে পাওয়া যাবে অন ডিমান্ড ওষুধ ও দুগ্ধজাত পণ্য  ১০. প্রতিবন্ধী যাত্রীদের জন্য ব্রেইল ওয়াগন, অনলাইনেই বুক করা যাবে হুইলচেয়ার ১১. নির্দিষ্ট কিছু ট্রেনে সিকিওরিটি অ্যালার্ম থাকবে ১২. অতিরিক্ত শৌচাগার এবং স্টেশনে পানীয় জলের মেশিন বসানোর কাজও শুরু হবে ৷  ১৩. রেলে এবার থেকে ‘লোকাল ক্যুইজিন’-ও খাবারের মেনুতে পাবেন যাত্রীরা ৷ ৪০৮টি স্টেশনে ই-ক্যাটারিং ব্যবস্থার ঘোষণাও বৃহস্পতিবার সংসদে করেন রেলমন্ত্রী ৷ ১৪. নন-এসি কোচে থাকবে ডাস্টবিন ১৫. ট্রেনের কামরাতেই মিলবে পানীয় জলের সুবিধা ১৬. ক্যাটারিং-এর খাবারের মান আরও বাড়ানোর উপর জোর দিয়েছে রেল মন্ত্রক ১৭. ট্রেনের কামরা অপরিষ্কার দেখলেই ‘ক্লিন মাই কোচ’ এসএমএস করে পরিষেবা পাওয়া যাবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
বায়ো টয়লেট থেকে বেবি ফুড, সবই এবার রেল সফরে