TRENDING:

এক নজরে রেল বাজেট ২০১৬

Last Updated:

জল্পনা-কল্পনা প্রায় শেষ ৷ এবছর রেলের ঝুলিতে রয়েছে কি ? তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই ৷ সংসদে বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ পেশ হবে রেল বাজেট ৷ বাংলা কটা নতুন ট্রেন পাবে ? পরিষেবার কি উন্নতি হবে ? টিকিটের দাম কি বাড়বে ? উত্তরের জন্য আর কিছুক্ষণের অপেক্ষা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  # ১ লক্ষ ৮৪ হাজার ৪৫০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য : সুরেশ প্রভু
advertisement

# বিকল্প খাতে ৪ হাজার কোটি টাকা আয় বাড়ানোর লক্ষ্য  : সুরেশ প্রভু

# রেলের হাতে থাকা জমিকে লিজ দেওয়া হবে  : সুরেশ প্রভু

# ই-কমার্স ও পার্সেল বুকিং থেকে আয়  : সুরেশ প্রভু

# ২০ টি স্টেশনে বিজ্ঞাপন দিয়ে আয়  : সুরেশ প্রভু

# ভদোদরায় রেল বিশ্ববিদ্যালয়ের আধুনিকীকরণ  : সুরেশ প্রভু

advertisement

# হাইস্পিড ট্রেনের জন্য সমীক্ষা শুরু : সুরেশ প্রভু

# ট্রেনে পরিষেবার জন্য থাকবে এক বিশেষ আধিকারিক : সুরেশ প্রভু

# ৪০৮ টি স্টেশনে ই-ক্যাটারিং ব্যবস্থা : সুরেশ প্রভু

# কলকাতা -খড়গপুর ফ্রেট করিডর : সুরেশ প্রভু

# কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রো বাড়বে ৫ কিলোমিটার : সুরেশ প্রভু

advertisement

# কলকাতা মেট্রোর ক্ষেত্রে ২০১৮-এর মধ্যে প্রথম পর্যায়ের ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের কাজ শেষ হবে : সুরেশ প্রভু

# ডবল ডেকার এসি উদয় এক্সপ্রেস : সুরেশ প্রভু

# দ্বারকা, বারণসী, নাসিক, পুরীর জন্য বিশেষ ট্রেন : সুরেশ প্রভু

# বিভিন্ন স্টেশন বেবি ফুড ও গরম জলের ব্যবস্থা : সুরেশ প্রভু

advertisement

# রেলবন্ধু পরিষেবা মিলবে রাজধানী, শতাব্দী, দুরন্তে : সুরেশ প্রভু

# ১০০ স্টেশনে ওয়াইফাই এবছরই : সুরেশ প্রভু

# ট্রেনে বিনোদনের জন্য বাজবে রেডিও : সুরেশ প্রভু

# অনলাইনে বুকিং রিটায়ারিং রুম  : সুরেশ প্রভু

# অনলাইনে বুক করা যাবে হুইল চেয়ার : সুরেশ প্রভু

advertisement

# অসংরক্ষিত সুপার ফাস্ট ট্রেন বাড়ানো হবে  : সুরেশ প্রভু

# অপশনাল বিমার সুবিধা নিতে পারবেন যাত্রীরা : সুরেশ প্রভু

# মালগাড়ির টাইম টেবিল চালু করা হবে  : সুরেশ প্রভু

# ২টি নতুন রেল ইঞ্জিন তৈরির কারখানা : সুরেশ প্রভু

# আমেদাবাদ-মুম্বই নতুন হাইস্পিড ট্রেন : সুরেশ প্রভু

# অন্ত্যেদয় ট্রেনে শুধুমাত্র অসংরক্ষিত কামরা : সুরেশ প্রভু

# তেজসের গতি ঘণ্টায় ১৩০ কিমি : সুরেশ প্রভু

# হামসফর, তেজস, উদয় ও অন্ত্যেদয় নামে নতুন ট্রেন : সুরেশ প্রভু

# 139-এ ফোন করে টিকিট বাতিল করা যাবে : সুরেশ প্রভু

# নির্দিষ্ট ক্ষেত্রে টিকিটে থাকবে বার কোড : সুরেশ প্রভু

# প্রতি কামরায় প্রবীণদের জন্য ৫০% আসন সংরক্ষণ : সুরেশ প্রভু

# আরও বেশি লিফট ও এসকালেটর পরিষেবা স্টেশনে :  সুরেশ প্রভু

# এসএমএস-এর মাধ্যমে ট্রেনের বাথরুম পরিষ্কার করার অনুরোধ করতে পারবেন যাত্রীরা : সুরেশ প্রভু

# লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত কামরা : সুরেশ প্রভু

# শহরতলিতে লোকাল ট্রেনে  ভিড় কমাতে বিশেষ ব্যবস্থা : সুরেশ প্রভু

# মহিলা নিরাপত্তার হেল্পলাইন ১৮২ : সুরেশ প্রভু

# কুলিদের বলা হবে ‘সহায়ক’ : সুরেশ প্রভু

# নির্দিষ্ট কিছু ট্রেনে নিরাপত্তা অ্যালার্ম : সুরেশ প্রভু

# হাবিবগঞ্জসহ আরও ৫টি স্টেশনের আধুনিকীকরণ : সুরেশ প্রভু

# পিপিপি মডেলে হবে আধুনিকীকরণ : সুরেশ প্রভু

# ই-টিকিটে বিশেষ ছাড় ৷ সাংবাদিকদের জন্য ই-টিকিটে বিশেষ সুবিধা : সুরেশ প্রভু

# ইন্টারনেটে বুক করা যাবে ই-বেডরোল : সুরেশ প্রভু

# টিকিট বিক্রির ক্ষেত্রে অত্যাধুনিক সুবিধা : সুরেশ প্রভু

# মহিলা সুরক্ষায় ৩১১ টি স্টেশনে অতিরিক্ত সিসিটিভি : সুরেশ প্রভু

# মহিলা-প্রবীণদের লোয়ার বার্থের ব্যবস্থা : সুরেশ প্রভু

# মহিলা যাত্রীদের নিরাপত্তায় ২৪ঘণ্টার হেল্পলাইন ও কোচে সিসিটিভি : সুরেশ প্রভু

# টিকিট কাটার জন্য মোবাইল অ্যাপসের ব্যবহার : সুরেশ প্রভু

# বারাণসী-দিল্লি মহানাম এক্সপ্রেস : সুরেশ প্রভু

# ৫৩০০ কিমি নতুন রেল লাইন পাতার পরিকল্পনা : সুরেশ প্রভু

# ভ্যাকুয়াম বায়ো টয়েলেট ডিব্রুগড় স্টেশনে : সুরেশ প্রভু

# জেনারেল কামরাতেও মোবাইল চার্জার : সুরেশ প্রভু

# ইন্টারনাল অডিটেও পরিবর্তন আনা হবে : সুরেশ প্রভু

# মেক ইন ইন্ডিয়ায় নয়া ২টি লোকোমোটিভ ফ্যাক্টরি : সুরেশ প্রভু

# ৪৪ টি নতুন প্রকল্প নেওয়া হয়েছে এবছর : সুরেশ প্রভু

# উত্তর-পূর্বে রেল যোগাযোগ সম্প্রসারণ : সুরেশ প্রভু

# দেশে কোনও প্রহরীবিহান লেভেল ক্রশিং থাকবে না : সুরেশ প্রভু

# ২০২০ -এর মধ্যে যখন চাইবেন তখন টিকিট : সুরেশ প্রভু

# সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেলের কাজে স্বচ্ছতা : সুরেশ প্রভু

# খড়্গপুর-বিজয়ওয়াড়া ফ্রেট করিডোর চালু : সুরেশ প্রভু

# মেক ইন ইন্ডিয়ার অন্তর্গত করে রেল প্রকল্প হাতে নেওয়া হয়েছে  : সুরেশ প্রভু

# জম্মু-কাশ্মীরে কাটরার সঙ্গে উধমপুর-শ্রীনগর রেল যোগাযোগে ডাবল লাইন: : সুরেশ প্রভু

# অসমের বরাক উপত্যকায় ব্রড গেজ লাইন বাড়ানো হবে : সুরেশ প্রভু

# খড়গপুর-বিজয়ওয়াড়া- মুম্বই ডিরেক্ট ফ্রেট করিডর  : সুরেশ প্রভু

# মহিলা যাত্রীদের নিরাপত্তায় গুরুত্ব  : সুরেশ প্রভু

# বকেয়া প্রকল্প ৩-৪ বছরের মধ্যে শেষ করার পরিকল্পান  : সুরেশ প্রভু

# রেল গতিশীল করার প্রচেষ্টা  : সুরেশ প্রভু

# প্রধানমন্ত্রী চান যোগ্যতা ও স্বচ্ছতা

দেশে কোনও প্রহরীবিহান লেভেল ক্রশিং থাকবে না

৩০ শতাংশ বেশি রেলওয়ে বলাইন তৈরি হবে

মূলধনী বরাদ্দ বাড়িয়েছে রেল  : সুরেশ প্রভু

# রেলের খরচ বেড়েছে ১০ শতাংশ

২০১৬-১৭ অর্থবর্ষে ১ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা খরচ

৮৭২০ কোটি টাকা বাঁচিয়েছি : সুরেশ প্রভু

# ভাড়া বা মাসুল বাড়িয়ে আয়বৃদ্ধি নয় : সুরেশ প্রভু

# রেলের ব্যয় সংকোচে জোর : সুরেশ প্রভু

# রেলের পুর্নগঠন ও পুর্ননির্মাণ প্রয়োজন : সুরেশ প্রভু

# রেলের উন্নয়ণে পিপিপি মডেলের ওপর জোর : সুরেশ প্রভু

# যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এগোচ্ছে রেল : সুরেশ প্রভু

# নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : সুরেশ প্রভু

# স্বচ্ছতা অভিযানের সুফল পাচ্ছে রেল: সুরেশ প্রভু

# বিকল্প উপায়ে রেলের আয় বৃদ্ধির প্রচেষ্টা: সুরেশ প্রভু

# রেল আধুনিকীকরণের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে : সুরেশ প্রভু

# সাধারণ মানুষের কথা মাথায় রেখে রেল বাজেট : সুরেশ প্রভু

# মানুষের আকাঙ্খার প্রতিফল এই রেল বাজেট : সুরেশ প্রভু

# ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেল নতুন পদক্ষেপ নেবে : সুরেশ প্রভু

# সংসদে বাজেট পেশ করছেন  রেল মন্ত্রী সুরেশ প্রভু

# যাত্রী নিরাপত্তাই গুরুত্ব পাবে বেশি, বাজেট পেশের আগে বললেন সুরেশ প্রভু

# সংসদে সুরেশ প্রভুর দ্বিতীয় রেল বাজেট

# ‘আসুন একসঙ্গে কাজ করি, একসঙ্গে যাত্রা করি’ রেল বাজেট শুরুর আগে রেলমন্ত্রী সুরেশ প্রভু বললেন এই কথা ৷

জল্পনা-কল্পনা প্রায় শেষ ৷ এবছর রেলের ঝুলিতে রয়েছে কি ? তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই ৷ সংসদে বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ সংসদে রেল মন্ত্রী সুরেশ প্রভু পেশ করবেন এবারের রেল বাজেট ৷ বাংলা কটা নতুন ট্রেন পাবে ? পরিষেবার কি উন্নতি হবে ? টিকিটের দাম কি বাড়বে ? উত্তরের জন্য আর কিছুক্ষণের অপেক্ষা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জল্পনায় রয়েছে, রেল বাজাটে রেলের ঝুলিতে এবার থাকতে পারে উন্নত ধরণের কামরা, পরিষেবার আরও উন্নতি, নিরাপত্তায় নতুন পদক্ষেপ ৷ এমনকী, জল্পনায় রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কামরাও থাকতে পারে লোকাল ট্রেনে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
এক নজরে রেল বাজেট ২০১৬