শুধু মোদীকে জড়িয়ে ধরাই নয়, রাহুল যখন নিজের আসনে ফিরে গিয়ে চোখ মারেন, সেটাও সভার মর্যাদার সঙ্গে মানানসই, সঙ্গতিপূর্ণ হয়নি বলে অভিমত জানিয়েছেন স্পিকার। প্রধানমন্ত্রী পদের সম্মান, সভার গরিমা আছে, তা মেনে চলা উচিত, বলেছেন তিনি।
পাশাপাশি রাহুল যে ভাষায় মোদীকে এদিন নানা ইস্যুতে বিঁধেছেন, তার সমালোচনায় সরব হয়েছেন শাসক দলের নেতারাও। এ প্রসঙ্গে বলতে গিয়ে সুমিত্রা মহাজন আরও বলেন, ‘‘রাহুলজি আমার ছেলের মতো ৷ আর মায়ের কাজ হল সন্তানদের ভুলটা শুধরে দেওয়া ৷’’কংগ্রেসের একাংশ অবশ্য সুমিত্রা মহাজনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করছেন। তাদের অভিযোগ, অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন লোকসভার স্পিকার ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2018 9:06 PM IST